1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে নির্যাতনের পর ফেলে দিল ডোবায় থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

সীতাকুণ্ডে নির্যাতনের পর ফেলে দিল ডোবায় থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২০৬ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে গৃহবধূকে শারীরিক নির্যাতন করে মৃত ভেবে ডোবায় ফেলে দিলেন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গৃহবধূর পিতা বাদী হয়ে স্বামী ও শাশুড়ি বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়,ভালোবেসে বিয়ে করেন আরিফ। বিয়ে করার পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছেন নিশাত সুলতানা (২৫) নামের ওই গৃহবধূকে।

বুধবার (৬ মে) এমনই শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুরের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার দুপুরের এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আসামি করে রাতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরে পৌরসভার দক্ষিণ ইদিলপুরের মৃত সালা উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ভালোবেসে বিয়ে করেন মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মো. ফারুকের কন্যা নিশাত সুলতানাকে।

তাদের ঘরে ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলের জন্মের পর থেকেই বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিতে থাকে আরিফ ও তার মা সেলিনা আক্তার।

এতে অস্বীকৃতি জানালে স্বামী ও শাশুড়ি মিলে নানা সময় শারীরিক নির্যাতন করে। কিন্তু সম্মানের ভয়ে নির্যাতনের কথা কারো কাছে প্রকাশ করতেন না তিনি। বুধবার একইভাবে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয় তারা।

একইদিন গৃহবধূর মা মোতাহেরা বেগম মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে স্বামী ও শাশুড়ির কাছে জানতে চাইলে তারা জানে না বলে জানান। তখন স্থানীয় লোকজনসহ খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক জানান,‌আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net