মঈন উদ্দীন: রাজশাহীর অলকার মোড়ে দিন-দুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার ভিভো নামের একটি মোবাইল শোরুম থেকে টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিন এক ব্যক্তি। পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। পরে ঘটনস্থাল বোয়ালিয়া থানা পুলিশ পরিদর্শন করে।
জানা গেছে- মোবাইলের শোরুমের টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ৩৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, অলকার মোড়ে অবস্থিত ভিভো শোরুম থেকে একজন কর্মচারী নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পাশেই অবস্থিত ডাচ বাংলায ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় রাস্তার উপরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিভো মোবাইল ব্র্যান্ড এর শোরুম এর স্বত্বাধিকারী রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেছেন।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তদন্তে গেছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।