1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিরোধের জেরে দোকানঘর ভাংচুর-লুটপাট, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কুবিতে উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে শিক্ষক সমিতির তালা চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইশতিসকার নামাজ আদায় কুবিতে এবার আরেক হাউজ টিউটরের পদত্যাগ Игровой автомат 3 Lucky Rainbows ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল রেজাউল ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক রাউজানে হক কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে নিত্যপণ্য সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

চৌদ্দগ্রামে বিরোধের জেরে দোকানঘর ভাংচুর-লুটপাট, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১৮৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে দোকানঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় দোকান মালিক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল বাজারে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লা র‌্যাব অফিসে খিরনশাল গ্রামের খোকন পাটোয়ারী, তার ছেলে সুমন পাটোয়ারী, মহিন পাটোয়ারী, আমজাদ হোসেন রায়হান, স্থানীয় জসিম ও মিশু মুহুরীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খিরনশাল বাজারের সাইফুল ডিপার্টমেন্টাল স্টোর নামের দোকানঘরের জায়গা নিয়ে হামলাকারীদের সাথে সাইফুল ইসলামের বিরোধ চলছিল। বিরোধ মিমাংশার জন্য তারা সাইফুলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভবিষ্যতে সাইফুলকে মারধরসহ দোকানঘর দখলে নিবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পৌঁনে দশটায় দোকানঘর মেরামতের সময় সাইফুল ইসলামের উপর চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সুমন পাটোয়ারী ও তার ভাইসহ বহিরাগত সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাইফুলকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা সাইফুল ইসলামের গলায় থাকা ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, দুইটি মোবাইল সেট, মানিব্যাগে থাকা ১৩০৫৫০ টাকা, দোকানের ক্যাশে থাকা প্রায় ১৩ হাজার টাকা লুটে নিয়ে যায়। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দোকান ঘরটি তছনছ করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে। সাইফুল ইসলামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে বাজারের লোকজন আহত সাইফুল ইসলামকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইফুল ইসলামকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারী বলেন, ‘৪-৫ বছর ধরে দোকান ঘরের জায়গাটি নিয়ে বিরোধ চলছিল। ওই জায়গাটি সাইফুলের জেঠি মর্জিনা বেগমের কাছ থেকে আমি কিনেছি। সোমবার সকালে আমার বাবা সেখানে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম