1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওয়ারীবাসীর ‘চাওয়ার’ কাছে অসহায় স্বেচ্ছাসেবীরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

ওয়ারীবাসীর ‘চাওয়ার’ কাছে অসহায় স্বেচ্ছাসেবীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৬৬ বার

(বিশেষ প্রতিবেদক) মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

লকডাউন শুরুর প্রথম দুই দিন ভাবলাম এখন লোকজন বেশি বের হচ্ছে। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না। ওয়ারীবাসীর চাওয়ার শেষ নেই। করোনার এই মহামারি উপেক্ষা করে কেউ কেউ বাইরে ঘুরে বেড়ানোর জন‌্যও বের হতে চান। অসময়ে ফোন করে জরুরি প্রয়োজন নয়, এমন কিছু এনে দেওয়ারও দাবি করেন। তাদের চাওয়ার যেন শেষ নেই।

ওয়ারীতে দায়িত্বপালনরত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস‌্য মো. সাঈদ এসব কথা বলেন।

করোনার বিস্তার রোধে গত ৪ জুলাই থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে রাজধানীর ওয়ারীতে। লকডাউনের শুরু থেকেই সেখানে দায়িত্ব পালন করছে সাঈদ।

সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘গত দুই দিনের চেয়ে আজ বেশি লোক বের হচ্ছেন। তাদের বের হতে না দিলে ফোন ধরিয়ে দিয়ে বলেন অমক (স্থানীয় নেতা) ভাইয়ের সঙ্গে কথা বলেন, তমক ভাইয়ের সঙ্গে কথা বলেন। অনেকে ফোর্স করেই বের হয়ে যাচ্ছেন। একজন নারীকে দেখিয়ে বলেন, গত দুইদিন তার বান্ধবী এসে গেটে দাঁড়িয়ে ছিলেন। বের হতে না দিলে তিনিসহ তার বান্ধবী বাজে মন্তব‌্য করেন। একপর্যায়ে জোর করেই বের হয়ে যান। আবার জোর করেই ঢোকেন। আমরা অনেকটা অসহায়। তাদের এসব কর্মকাণ্ড দেখে মন চাই গেট খুলে দেই। তারা তাদের ইচ্ছেমত বের হোক।’

আজ সকাল থেকে দেখা যায়, অনেকে বের হওয়ার জন‌্য হট কেক গলি ও ওয়ারী থানার পাশে র‌্যানকিন স্ট্রিট গেটে ভিড় করেছেন। গেটের সামনে সামাজিক দূরত্ব না মেনেই অনেকই দাঁড়িয়ে আছেন। স্বেচ্ছাসেবীরা বার বার অনুরোধ করলেও তারা শুনছেন না। অনেকেই স্বেচ্ছাসেবীদের কাছে, পুলিশের কাছে, টহলরত সেনাবাহিনীর কাছে গিয়ে বের হওয়ার অনুরোধ করছেন। অনেকে আবার স্বেচ্ছাসেবীদের হুমকি দিচ্ছেন।’

রোববার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৮০ জন নাম লিখিয়ে বাইরে বের হয়েছেন। গেট দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। এক্ষেত্রে এলাকার লোকজন বিভিন্ন অলনাইন সেবা প্রতিষ্ঠানে বা আত্মীয়-স্বজনদের ফোন দিয়ে প্রয়োজনীয় জিনিস আনছেন।

তোফাজ্জল হোসেন নামে আরেক স্বেচ্ছাসেবী বলেন, ‘আমরা তো তাদের সাহায্যের জন্য এসেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে এমন আচরণ করছেন মনে হচ্ছে আমরা তাদের আরও ক্ষতি করছি। অনেকে নাম এন্ট্রি না করেই জোর করে বের হয়ে যাচ্ছেন। তাদের বলা হচ্ছে, এরপর আপনারা কিন্তু আর ঢুকতে পারবেন না। কে শোনে কার কথা।’

সেখানে দায়িত্বরত ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ওয়ারীতে যে এতো ধরনের পেশার লোক বাস করেন জানা ছিল না। সকাল থেকে অনেকে নানা অজুহাত দেখিয়ে বের হয়ে গেছেন। অনেকে আবার কারো কারো কাছে ফোন দিয়ে কথা বলিয়ে বের হচ্ছেন। এলাকার লোকজন যদি সচেতন না হন তাহলে লকডাউন দিয়ে কোনো কাজ হবে না।

ওয়ারীর বাসিন্দা আফতাব উদ্দিন নামে একজন বলেন, ‘বংশালে আমার অফিস। অফিসে না গেলে আমার অনেক সমস্যা হবে। কর্মচারীদের বেতন আটকে যাবে। আমার তো বের হতেই হবে।’

লকডাউন মেনে চলা উচিত কি না জানতে চাইলে বলেন, ‘এটা তো আমাদের ভালোর জন্যই। তারপরও কিছু কিছু সমস্যা তো থাকেই।’

প্রসঙ্গত, ওয়ারীর টিপু সুলতান রোড, যোগীনগর রোড ওজয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন (আউটার রোড) এবং লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট ও নবাব স্ট্রিট (ইনার রোড) লকডাউনের আওতায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net