মুকুট দাস মধু,
তাড়াইল,কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালাজাঙ্গা ইউয়নের আড়াইউড়া গ্রাম নিবাসী নব কুমার তালুকদারের সহধর্মীনি দেবী রানী তালুকদার (৫৪) মঙ্গলবার (২৮জুলাই) বিকাল ৫টা৪৫মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তিঁনি লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন । উল্লেখ্য স্বর্গীয় দেবী রানী তালুকদার তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামল বাংলা তাড়াইল উপজেলা প্রতিনিধি মুকুট দাস মধু’র শাশুড়ী।মৃত্যুকালে স্বামী,৫মেয়ে, ১ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।