1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২১৮ বার

নিজস্ব প্রতিবেদক : গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’ আয়োজিত ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মানবতা ও জনকল্যাণমূলক আন্তর্জাতিক সংগঠন ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’-এর উদ্যোগে আয়োজিত ১৭ই ও ১৮ই জুলাই তারিখে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার’ অনুষ্ঠিত হয়। বিশ্বের তরুণদের কে নেতৃত্বদানে ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে একত্রিত করছে।

এই আন্তর্জাতিক ভার্চ্যুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ থেকে ১০০০ তরুন ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদ আলোচনায় অংশ নিয়েছে। ২৪ ঘন্টার এই ম্যারাথন সামিট যা এই করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বে প্রথম ।

১৭ই জুলাই সকাল ১১টায় মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। ১৮ই জুলাই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী ওয়ান আহমাদ ফয়সাল ডেপুটি মিনিস্টার এবং রাত ৮টায় মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ‘গনবতিরাও ভেরামান’ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেছেন।

‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’এর স্বপ্নদ্রষ্টা এডভোকেট প্রেসিডেন্ট রাওমান স্মিতা তার বক্তব্যে বলেন, এই করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ সবাইকে সাহস যোগাবে এবং এই সংগঠন দক্ষ মানব তৈরীতে কাজ করে যাবে। তিনি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সমস্ত স্পীকার, সংগঠনের প্রতিটি সদস্য এবং সকল অনলাইন অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সম্মানিত জেনারেল সেক্রেটারী এডভোকেট খালেদ মাসুদ তার বক্তব্যের মাধ্যমে পৃথিবীর তরুনদের সমস্ত প্রতিকুলতা মোকাবেলা করে জয়ের জন্য এগিয়ে আসার আহবান জানান এবং তিনি বিশ্বাস করেন যে এই করোনা থেকে জয়ের জন্য একমাত্র তরুনদেরকেই সাহসী ভূমিকা পালন করতে হবে।

জয়েন্ট সেক্রেটারী মোঃ সোলায়মান আহম্মেদ জীসান সামিটের প্রথম ও দ্বিতীয় দিন অনুষ্ঠানের শুরুতে পুরো সামিট সম্পর্কে আলোচনা করে সবাইকে হাতে হাত মিলিয়ে পৃথিবীর সমস্ত সমস্যা দুরীকরনে সামাজিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

১৮ জুলাই ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ কর্মসূচিতে বিশ্বের ২২ জন তরুনকে বিভিন্ন ক্যাটাগরিতে লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাদের নামসহ ক্যাটাগরি উল্লেখ করা হলোঃ মাহিন মেহরাব (ইয়ুথ আইকন), ডক্টর জুনিয়াস সিলভা( লিডারশীপ), হাম্মাদ খান( শান্তি), মোহাম্মদ এমতিয়াজ(শিক্ষা), আরভেনড এপলাসামি( সোশ্যাল ওয়ার্ক), শুভ্রদেব হালদার( স্বাস্থ্য), ডাঃ মহসিন কামাল ( শান্তি), তাসমিহা নুহিয়া আহম্মেদ ( ডেমোক্রেসি), মোহাম্মদ সায়েদ( শিক্ষা), শেখ ইনজামামুজ্জামান( শিক্ষা), ভিক্টোরিয়া পি সোরিয়ানো( লিডারশীপ), অতুল ধীর ( পরিবেশ), থারাকা নন্দসুরিয়া( লিডারশীপ), শোয়েতা মজুমদার ( সোশ্যাল ওয়ার্ক), আব্দুলালেম আঞ্জোলাওলুওয়া আডিমোলা ওসিনুগা (এন্টারপ্রিনিউরশিপ), অমিলা রুমেশ জোসেফ ( লিডারশীপ), গামিনি মুহান্দিরাম ( লিডারশীপ), শ্রেয়ান্থ কুরে (লিডারশীপ), ফারজিন মোহামেদ (লিডারশীপ), মোহাম্মদ আব্বাস (শান্তি), নাজরিন ফায়েজ(লিডারশীপ) এবং রাঙ্গা অরেগোডা (লিডারশীপ)।

ভার্চুয়াল ইয়ুথ সামিটের আলোচ্য বিষয়গুলো হলো সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি , টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষে এরপর বিশ্বের তরুণ নেতাদের গোলটেবিল আলোচনা সভা এবং ভার্চুয়াল সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সমাপনি ঘোষনা করা হয়।

জনাব,
সবিনয়ে অনুরোধ ও প্রত্যাশা যে, “গ্লোবাল ল’থিংকার্স সোসাইটি” আয়োজিত “ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২০ ঃ ফাইট করোনা উইন ফিউচার” প্রোগ্রামের গুরুত্ব উপলব্ধি করে আপনি খবরটি প্রকাশ করে বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক অঙ্গন কাঁপাবার জন্য বরাবরের মতো আরও উৎসাহিত করবেন। আপনার পরিচালিত গণমাধ্যমে খবরটি প্রকাশিত হবে সে আশায় আপনাকে অগ্রিম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদান্তে-
রাওমান স্মিতা
প্রেসিডেন্ট
গ্লোবাল ল’ থিঙ্কারস সোসাইটি
মোবাইলঃ ০১৭৫৫৯৯১৪৮৮

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net