টক অব দ্যা নাংগলকোট বাম দিক থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগ সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, টিএইচও ডাঃ দেবদাস দেব, জেলা প্রশাসক ফজল মীর, নাংগলকোট প্রেসক্লাব সেক্রেটারি মাঈন উদ্দিন দুলাল, সর্ব ডানে জামায়াতে ইসলাম এর রোকন ও পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ কেফায়েত উল্লা ।
জামাল উদ্দিন স্বপনঃ
করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সার্থে জরুরি অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে নাংগলকোট সরকারি হাসপাতালে গত সোমবার অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ সেক্রেটারি মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবদাস দেব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, নাংগলকোট প্রেসক্লাব সেক্রেটারি ও দৈনিক কালের কন্ঠ সংবাদদাতা মোঃ মাঈন উদ্দিন দুলাল এবং জামায়াতের রোকন ও জামায়াতে ইসলামি বাংলাদেশ পেরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ কেফায়েত উল্ল্যাহ ।
মঞ্চে অতিথিদের দৃশ্য দেখে উপস্থিত আওয়ামী ঘরানার নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ।
এ নিয়ে নাংগলকোট প্রতিক্রিয়া ও নানারকম মন্তব্য শুনা যাচ্ছে । ভাইস চেয়ারম্যান ইউসুফের ঘনিষ্ঠরা দায়ী করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবদাস দেবকে । আবার তার সহকর্মীরা দায়ী করেন ভাইস চেয়ারম্যান আবু ইউসুফকে । আবার কেউ সাংবাদিক মাঈন উদ্দিন দুলালকেও দায়ী করেন । কারণ সাংবাদিক দুলালের সাথে জামায়াত নেতার সখ্যতা রয়েছে । স্থানীয় একাধিক সাংবাদিক বলেন দুলাল জামায়াতের কিছু নেতাকে সাংবাদিক পরিচয়ে উপস্থাপন করে সাংবাদিক বানাতে চায় । আবার আওয়ামী সমর্থকেরা বলেন, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান যখন মঞ্চে জামায়াত নেতার উপস্থিত দেখার পরও মঞ্চে কেন অবস্থান করলেন ? নিশ্চয় উনি সম্মত আছেন !
এ সব নিয়ে নানারকম বিশ্লেষণ চলছে । মোট কথা, বিষয়টি নিয়ে এখন “টক অব দ্যা নাংগলকোট” ।