1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ধর্ষনের শিকার পরিবারকেই উল্টো সোয়া লাখ টাকা জরিমানা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া পরবর্তী সংসদে নির্ধারণ : অ্যাটর্নি জেনারেল জন্মদিনে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর দুই বিদেশি কোম্পানিকে ১০ বছর করমুক্ত সুবিধা বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন আনোয়ারা-কর্ণফুলীতে সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়

মাগুরায় ধর্ষনের শিকার পরিবারকেই উল্টো সোয়া লাখ টাকা জরিমানা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৭৫ বার

মোঃ সাইফুল্লাহ ঃ মাগুরায় ধর্ষণের শিকার হয়ে ১৫ বছর বয়সী স্কুলপড়ুয়া মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এমনিতেই পরিবারটি পড়েছে ভীষণ বিপাকে। তার ওপর আবার গ্রাম্য সালিসে ওই পরিবারটিকেই দোষী সাব্যস্ত করে সোয়া লাখ টাকা ‘জরিমানা’ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কথিত জরিমানার টাকা দিতে না পারায় গতকাল সোমবার পরিবারটির বাড়ি থেকে গরু, ছাগল, সেচযন্ত্র, বাইসাইকেলসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিশ অবশ্য বেশির ভাগ জিনিসপত্র উদ্ধার করেছে করেছে বলে জানা গেছে।

আলোচিত ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে। গত ১৬ জুলাই অষ্টম শ্রেণির ছাত্রীটিকে ধর্ষণের অভিযোগে মহম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। মামলায় মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম (১৯)কে আসামি করা হয়েছে। মামলার পর কলেজছাত্র শাহাবুলকে গ্রেপ্তার ও করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায়- কলেজছাত্র শাহাবুলের সঙ্গে মেয়েটির অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে মেয়েটিকে নিয়মিত ধর্ষণ করতে থাকে শাহাবুল।
একাধিকবার ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারকে সালিসে সোয়া লাখ টাকা ‘জরিমানা’
টাকা দিতে না পারায় বাড়ির জিনিস লুটের ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, -৮ জুলাই ধর্ষণের অভিযোগ নিয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকি ওরফে লিটনের কাছে যান ওই কিশোরীর চাচা। দুই দিন পর ১০ জুলাই ভুক্তভোগী পরিবারের বাড়ির পাশে একটি জায়গায় সালিস বসানো হয়। মোস্তফা সিদ্দিকির নেতৃত্বে ওই সালিসে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সালিসে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবারকে সোয়া লাখ দ টাকা জরিমানা করে টাকা পরিশোধের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। একই সঙ্গে ছয় মাসের জন্য পরিবারটিকে সমাজচ্যুত (একঘোড়ে) করেন সালিসকারীরা। সেই সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের কাছে না যাওয়ার জন্যও পরিবারটিকে হুমকি দেওয়া হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সালিসে দাবি করা কথিত জরিমানার টাকা তাঁরা দিতে ব্যর্থ হওয়ায় বাড়িতে চড়াও হন নেতারা। গতকাল সকালে ভুক্তভোগীদের বাড়িতে যায় নহাটা ইউনিয়নের সাবেক সদস্য ওবায়দুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন- তাঁরা বাড়ি থেকে একটি গরু, চারটি ছাগল, একটি সাইকেল, ভ্যান, শ্যালো মেশিনসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে যান । খবর পেয়ে পুলিশ ছিনিয়ে নেওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করেছে।
২১ জুলাই মঙ্গলবার বিকেলে এ ঘটনায় পরিবারটি একটি মামলা দায়েরের সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা সিদ্দিকি, ওবায়দুর রহমানসহ ১৭জনকে আসামি করে মহম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে, মামলা নং ১৭-তারিখ ২০/৭/২০২০ ইং, মামলার তালিকাভূক্ত আসামিদের মধ্যে থেকে ৩ জনকে আটক করা হয়েছ, বাকিদেরকেউ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকি ও তাঁর সহযোগী ওবায়দুর রহমান। মোস্তফা সিদ্দিকি মুবাইলে জানান এ ধরনের কোনো সালিসে আমি উপস্থিত ছিলাম না। আর চাঁদা দাবির প্রশ্নই ওঠে না, বরং আমিই উল্টো তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে আসছি। এ ধরনের উল্টো সালিশীর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net