শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান ইউনিয়নে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ও এবি এম ফজলে করিম চৌধুরী এমপি পক্ষে ভি.জি.এফের চাউল বিতরণ করা হয়েছে।৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই চাউল বিতরণ করা হয়।রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,উপজেলা ট্যাগ অফিসার শাহাজান, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজহাজ্ব নুরুল আমিন,যুবলীগ নেতা এনামুল হক এনাম, মোঃ জামালসহ অনেকেই।