1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রতিরোধে এবার গ্রুপ গঠন করল স্বাস্থ্য মন্ত্রণালয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে এবার গ্রুপ গঠন করল স্বাস্থ্য মন্ত্রণালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৪০ বার

বিশেষ সংবাদদাতা, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গ্রুপ গঠন করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে গ্রুপটিতে ১৩ জন সদস্য রয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য অনুবিভাগ) আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে (জনস্বাস্থ্য অধিশাখা) সদস্য সচিব করে গঠিত ব্যবস্থাপনা গ্রুপের অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত সচিব (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অনুবিভাগ), অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ), অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ), অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ), প্রধান (পরিকল্পনা অনুবিভাগ), যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা), যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) এবং যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন, উদ্ভূত নতুন পরিস্থিতি পর্যালোচনা ব্যবস্থা গ্রহণ ও যথাযথভাবে মোকাবিলা করা, করোনা চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ, কমিটি প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, সদস্য সচিব নিয়মিত বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন এবং কমিটির প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

গত ২৯ জুন স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিক শাখার উপ-সচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ব্যবস্থাপনা গ্রুপ গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net