মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল” এর কেন্দ্রীয় সভাপতি মরহুম মো. শফিউল বারী বাবু এবং কুমিল্লা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরহুম মো. আব্দুল আউয়াল খান এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার মিয়াবাজারস্থ একটি হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মো হুমায়ুন পাটোয়ারী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হামিদ উদ্দীন মজুমদার (সুমন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী কবির আহমেদ এর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মো. রাসেল মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জিয়া রহমান জিয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাছুম। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগ, বেলাল হোসাইন প্রমুখ। এসময় বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি মরহুম মো. শফিউল বারী বাবু এবং কুমিল্লা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মরহুম মো. আব্দুল আউয়াল খান এর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।