লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট:
শনিবার ১ আগস্ট বিকাল ৩টা ৪৫মিনিটে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি মোঃ এনামুল হক মন্ডল (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে সন্ধ্যা ৭টায় নিউকলোনী হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের বাড়িতে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় । তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।