মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ):
জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্টিত হয়েছে।
জানা গেছে, বুধবার(২৬আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, তাড়াইল থানা ওসি মুজিবুর রহমান, তাড়াইল-সাচাইল সদর ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন। তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন সোহাগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুকরামিন খাঁন স্বাধীন,দামিহা ইউপি’র চেয়ারম্যান মনিরুল হক আজহার, দিগদাইড় ইউপি’র চেয়ারম্যান গোলাপ হোসেন,জাওয়ার ইউপি’র চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সাাংবাদিক রবীন্দ্র সরকার প্রমূখ।
অনুষ্টানে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ( টি,টি,সি) অধ্যক্ষ হারুন আল মামুন বলেন, বাংলাদেশে এ পর্যন্ত বৈধভাবে ১কোটি ২০ লক্ষ মানুষ বিদেশে থাকে। যাদের দ্বারা প্রতি বছরে ৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাওয়া সম্ভব হয়।জনশক্তি রপ্তানির দিক দিয়ে কিশোরগঞ্জ জেলা অষ্টম স্থান অধিকার করেছে। বর্তমানে কিশোরগঞ্জ জেলার ১ লক্ষ ৩৮ হাজার লোক বৈধ ভাবে প্রবাসে অবন্থান করছেন। সরকার প্রবাস ফেরত লোকদের জন্য ৫০০ শত কোটি টাকা ঋনের ব্যবস্থা করেছে। যার সুদের হার ৩% থেকে ৫% ধার্য্য করা হয়েছে।
তাড়াাইল থানা ওসি মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে এখনো ৫০ লক্ষ শিক্ষিত, অর্ধ শিক্ষিত সহ এক কোটিরও বেশী বেকার যুবক রয়েছে। আমাদের জনশক্তি আছে কিন্তু সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তাই এই জনশক্তিকে যদি বৈধ ভাবে বিদেশে পাঠানো গেলে আরো বেশী রেমিটেন্স আয় করা সম্ভব।তিনি আরোও বলেন, বিদেশ যেতে কেউ যেন প্রতারনার স্বীকার না হয়। এদেশের কোন যুবক যেন দালালের খপ্পরে না পড়ে। সেজন্য, কে কোন রাষ্ট্রে কিভাবে যাবে তার একটি বৈধ ব্যবস্থাপনা থাকতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে সিটিজেন চার্টের মত গাইডলাইন টানিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।
সদর ( তাড়াইল- সাচাইল) ইউপি চেয়ারম্যান বলেন, এ রকম সচেতনতামুলক সেমিনার যদি প্রতি বছরই হতো তাহলে এদেশের অনেক যুবক ভিটেমাটি ছাড়া হতোনা। দালালের হাতে সর্বস্ব হারাতে হতোনা।সেজন্য শুধু উপজেলায় নয়, প্রতিটি ইউনিয়নে এরকম সচেতনতামুলক সেমিনার আয়োজন করার আহবান জানান।