শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রাউজানে।এই উপলক্ষে ৫ আগস্ট বুধবার দুপুরে রাউজান উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা,মুছা আলম খাঁন চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী,পৌর যুবলীগের সভাপতি হাসান মোঃ রাসেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, তানভীর চৌধুরী,রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ।মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বোরহান উদ্দিন আল কাদেরী।