1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে লীজের জায়গায় অবৈধ স্থাপনা ২ মাসে উচ্ছেদ ৩ বার : রহস্যজনক কারণে ফের নির্মাণ কাজ শুরু! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

শ্রীনগরে লীজের জায়গায় অবৈধ স্থাপনা ২ মাসে উচ্ছেদ ৩ বার : রহস্যজনক কারণে ফের নির্মাণ কাজ শুরু!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৮১ বার

শ্রীনগরে একসনা লীজের একই জায়গায় প্রায়
২ মাসের ব্যবধানে ৩ বার অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদের পর ৪র্থ বারের মত একই
স্থানে ফের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও স্থানীয় ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা দু’রকমের বক্তব্য
দিয়েছেন। শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কলেজ রোডে বেসঢালাই
ও আরসিসি পিলার দিয়ে রাস্তা দখল করাসহ একসনা লীজের জমিতে বহুতল ভবন
নির্মাণ কাজ শুরু করে উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মোশারফ হোসেন গং।
শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশে একে একে ৩ বার তাদের নির্মাণ কাজ বন্ধ
করার পাশাপাশি তা ভেঙেও দেয়া হয়। কিন্তু গত ১৮ আগস্ট সর্বশেষ উচ্ছেদের এক
সপ্তাহের ব্যবধানে ফের পাকা স্থাপনা শুরু করে।

এব্যাপারে শ্রীনগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম
বলেন, লীজ গ্রহীতারা আমার কোনও কথা শুনছেনা। তাদের লীজ বাতিলের জন্য
সুপারিশ করে আমি উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠিয়েছি। উপজেলা
ভূমি অফিস কোনও ব্যবস্থা না নিলে আমার কি করার আছে? শ্রীনগর উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, তারা ওয়াল ও টিনের চালা দিয়ে ঘর
উঠানোর অনুমতি নিয়েছে। অপরদিকে এ বিষয়ে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের
মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের কয়েক ফুট দুরত্বে লীজের
জায়গায় প্রথমবার ভবন নির্মাণের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসনের
নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন স্থাপনাটি ভেঙে দেন।
রহস্যজনক কারণে আইন অমান্য করে পুনরায় নিয়ম ভঙ্গকারীরা বহুতল ভবন নির্মাণের
সাহস কিভাবে পায়? এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বুধবার দুপুরে সরেজমিনে
গিয়ে দেখা যায়, তরিঘরি করে নির্মাণ শ্রমিকরা কাজ করছে। শ্রীনগর বাজারের
ব্যস্ততম একটি রাস্তার কিছু অংশ দখল করে লীজের জমিতে ইটের ওয়াল উঠানো হচ্ছে।
এখন চলছে লিংটন ঢালাইয়ের কাজ। পাশেই উচ্ছেদ হওয়া আরসিসি পিলারের
বেসসহ রড দৃশ্যমান রয়েছে! সুযোগ বুঝে যে কোনও সময় খালি রডের ফ্রেমে
ঢালাই করে নিলেই তা বহুতল ভবনের জন্য তৈরি হয়ে যাবে। শ্রীনগর উপজেলা প্রশাসন
কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টো রহস্যজনক ভূমিকা পালন করলে এভাবেই সরকারি
জমিতে নিয়ম বহির্ভূত ভাবে ভবন উঠতে থাকবে। এক জনের উদাহরণ টেনে
সরকারি জমিতে ভবন উঠাতে উৎসাহ পাবে এমনটাই মনে করছেন সুশিল মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net