অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম,প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাউদ্দিন রানার নিজ উদ্যোগ ও অর্থায়নে উত্তর বগাচতর তরুন সমিতি রাস্তার সংস্কার কাজ করা হয়েছে।
উত্তর বগাচতর তরুন সমিতি রাস্তায় দীর্ঘদিন থেকে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে একদিকে গ্রামের পথচারী ও যানবাহন চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
বর্ষা মৌসুমে ভাঙ্গন, ও খানা খন্দের সৃষ্টি হওয়ার কারনে যাতায়াতের চরম অসুবিধা সৃষ্টি হওয়ায় গ্রামের হাজারো মানুষের জনদূর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা। গুরুত্বপূর্ণ এমন উদ্যোগ নেয়ায় রাস্তাটি সংস্কারে বেশ খুশি এলাকাবাসী।
স্থানীয় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদউল্লাহ বলেন, বগাচতর তরুন সমিতি রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের অনুপযোগী ছিল। সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় এলাকাবাসীর খুব উপকার হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মেজবা উদ্দিন রানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এই বিষয়ে সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা বলেন, দীর্ঘদিন ধরে দেখছি বগাচতর তরুন সমিতি রাস্তায় চলাচলে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তাই নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিলাম। ছাত্রলীগ সব সময় মানুষের পাশে আছে। ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের এ ধরনের মানবিক সেবামূলক কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদী গ্রামের জনসাধারনের।