আমিনুল হক :
বেলা ১টা নাগাদ স্থানীয় সরকার প্রকোশলী অধিদপ্তর (এল জি ডি রোড) কুমিল্লা এর সামনে দেখা গেল লম্বা লাইন যে খানে লাইনে দাঁড়িয়েছে অনেক শ্রেণি পেশার মানুষ দুপুরের সময় হওয়ার এই মহামারী করোণার মধ্যে ও দেখা গেল এই (টি সি বি)এর ন্যায্য মুল্যের পণ্য পেতে মানুষের মধ্যে বেশ প্রতিযোগীতা প্রতিযোগীতা মুলক ভাবে বলতে গেলে কারোই মুখে নেই মাস্ক আবার থাকলে তা এসে আছে থুতনিতে মুখ ও নাক এর উপর সম্পূর্ণ ভাবে নেই মাস্ক, এবং তাদের মধ্যে দেখা গেল না কোন সামাজিক দুরত্ব , (টি সি বি) এর এই উদ্দোগ্য অনেক টায় খুশি দেখা গেল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষদের এখান থেকে কমদাম বা ন্যায্য মুল্য ভালো খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পেরে অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছেন খাদ্য সংগ্রহে কারি সকল মানুষ।
জরিনা নামক এক নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলে জানা যায়। সরকার অনেক ভাবেই নিম্নবর্গের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। করোনা মহামারী পরিস্থিতিতে ফ্রীতে খাদ্য সামগ্রী বিতরণ ও কার্ডের মাধ্যমে অতি অল্প মুল্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং টি সি বি এর মত ন্যায্য মুল্যে খাদ্য সামগ্রী বিতরণের কারণে এই করোনা মহামারী প্রকোপ মানুষ সামলাতে পারবে যদি সরকারের বিশেষ করোনার পেকেজ গুলো যদি সম্পূর্ণ ভাবে ব্যবহার নিশ্চিত করা যায় তবে মানুষের কোন প্রকারের খাদ্য অভাব হবে না।
আমাদের পরিবারের স্বাস্থের কথা চিন্তা করে আমাদের অবশ্যই সকল
প্রকারের অর্থিক কর্মকান্ড করতে হবে।যাতে আমরা পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে পারি। আর্থিক নিরাপত্তার চেয়ে ও বড় হলো স্বাস্থ্য গত নিরাপত্তা। আসুন আমরা সচেতন হই সরকারি স্বাস্থ্য বিধি মেনে নিজে ও নিরাপদে থাকি ও নিজের পরিবারকে ও নিরাপদ রাখি।