কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী’র করোনা থেকে সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ।
রোববার (২৩ আগষ্ট) মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এবং এবিএম ফজলে করীম চৌধুরীর নিকটআত্মীয় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মসজিদে খতমে কোরআন ও মিলাদ-ক্বিয়াম শেষে দোয়া করা হয়।
মেখল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
ছিলেন- মেখল ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
মুনাজাত পরিচালনা করেন- স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম।
অংশগ্রহণের জন্য সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।