মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি ‘করোনাভাইরাসের’ প্রভাবে নাকাল যখন পুরো বিশ্বসহ দেশবাসী এরই মাঝে ভোক্তাদের সুখবর দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কম হওয়ায় সরকারি এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাসের দাম বোতল প্রতি (১২ কেজি) ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করেছে বিপিসি। সরকার দাম নির্ধারণ করে দিলেও মীরসরাইয়ে এলপিজি ভোক্তারা এ সুবিধা এখনো পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।
উপজেলায় শুরু থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ ছাড়াই চলছে বেসরকারি এলপিজি সিলিন্ডার গ্যাসের বাজার। সারা দেশের ন্যায় মীরসরাইয়েও দৈনন্দিন জ্বালানি কাজে লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা দিন দিন বাড়ছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে সিলিন্ডারের দাম ইচ্ছামতো আদায় করছে। বাজার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এ খাতে চলছে ‘নৈরাজ্য’ বাড়তি মূল্যে বিপাকে ক্রেতা সাধারণ।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন হাট-বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, আবু তোরাব, বড়তাকিয়া, মীরসরাই, মিঠাছড়া, ঠাকুরদিঘি, বারইয়ারহাট, করেরহাট বাজারে সিলিন্ডারের বাড়তি মূল্য নিচ্ছে খুচরা ব্যবসায়ীরা। সরকার যেখানে এলপি গ্যাস ১২.৫০ (কেজি)- ৬০০ টাকা মূল্য নির্ধারণ করছে সেখানে খুচরা বিক্রেতা ৭৫০/৮৫০ টাকা করে নিচ্ছে ভোক্তাদের কাছ থেকে।
এই ব্যাপারে মায়ানী ইউনিয়নের ঘঁড়িমার্কেট এলাকার এম কে ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ইফতেখারুল আলম কানন জানান, ডিলার দাম বেশি রাখায় আমরাও বেশি রাখছি, আবার কম হলে কম বিক্রি করবো।
এ ব্যাপারে হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারের হুমায়ুন স্টোরের মালিক হুমায়ুন জানান, কোম্পানি থেকে তারা ৭২০ টাকায় ক্রয় করে বিক্রি করছেন ৭৫০ টাকা খুচরা ব্যবসায়ীদের কাছে।
করেরহাট ইউনিয়নে করেরহাট বাজারের ফ্যামিলি মার্ট স্টোরের মামুন জানান, সরকার ৬০০ টাকা নির্ধারণ করলেও আমাদের ডিলারের কাছ থেকে বেশি দামে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হয়।
তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অপরদিকে কয়েকজন ক্রেতা অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, সরকার কোনো পণ্যের দাম বাড়ালে সেটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়, কিন্তু যে পণ্যের মূল্য কমে সেটির সুবিধা পেতে এত দেরি হয় কেন? ভোক্তাদের দাবি অতিরিক্ত মুল্য প্রত্যাহার করে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহক এলপিজি কিনতে পারেন এই জন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো নির্দেশনা আসে নাই। সরকারি নির্দেশনা আসলে আমরা ভোক্তা অধিকার আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।