কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হাটহাজারী পৌরসভা শ্রমিক লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী স্বরণে আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার চত্বরে জাতীয় শ্রমিকলীগ হাটহাজারী পৌর সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন চৌধুরী নোমান।
প্রধান বক্তা ছিলেন- হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম জাকির ।
বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম (মুক্তা) এবং হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সওদাগর।
এতে অতিথি ছিলেন- চট্টগ্রাম আন্ত:জিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সেকান্দর তুহিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১নং ওয়ার্ড সভাপতি মো. নাজিম উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি লোকমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
উপজেলা যুবলীগ নেতা সৈয়দ মো. নুরুল আলম, শাহজাদা স ম এনাম, মুশফিকুর রহিম, পৌরসভা হকার্স লীগ সভাপতি আব্দুল্লাহ আল মুছা, তাহের, পৌর যুবলীগ নেতা- মো. মহসিন, বেলাল, হাটহাজারী উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম আব্দুস শুক্কুর, পৌর শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মুসলিম উদ্দিন,সাদ্দাম হোসেন রায়হান, এমরান মোরশেদ, ইলিয়াছ। কৃষকলীগ নেতা নেজাম উদ্দিন তুষার, শাহ আলম প্রমূখ
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পরিবারের জন্য উপস্থিত সকলকে নিয়ে মুনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।