শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ঘনিয়ে আসছে ইউপি নির্বাচনের দিনক্ষণ৷ ফটিকছড়ি উপজেলাধীন নানুপুর, সুয়াবিল ও খিরাম ইউপি ছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে ২০২১ সনের মার্চে। এই উপলক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। একইভাবে উপজেলার ১৯নং সমিতিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন উক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়ীর বিমান বাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছালেহ জহুর চৌধুরীর কনিষ্ট পুত্র নওশাদ চৌধুরী মিটু৷ এলাকায় মানবিক, ন্যায় নিষ্টাবান, পরোপকারী হিসেবে তার সুপরিচিতি রয়েছে।
তাঁর বড় দাদা আবদুল জলিল চৌধুরী প্রকাশ মিয়া অবিভক্ত রোসাংগিরী ইউনিয়নে ৩৫ বছর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত ছিলেন৷ সমিতিরহাট ইউনিয়নের এই কৃতি সন্তান একাধারে বিশিষ্ট ব্যবসায়ী ও দক্ষ সংগঠক৷ তিনি Director: Accord Telecom SG Pte Ltd, Proprietor: LLC Corporation, Charter President: Rotary Club Of Chittagong Elites, President: Bangladesh Human Right Commission Chattagram mahanagor south, general secretary: chattagram elite club ltd, chairman: poribortan foundation bangladesh, chairman: chistiya apparles ltd, vice chairman: chistiya accessories ltd, managing partner: quaderia trade link & quaderia express। এ ছাড়াও তিনি শতবর্ষী আরবানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে উৎপ্রোতভাবে জড়িত৷ বহুগুনে গুনান্বিত এই গুনী মানুষটি এলাকার আর্থ সামাজিক উন্নয়নসহ গরীব-অসহায়দের পাশে থেকে সর্বদা সাহায্য সহযোগীতা করে আসছেন দীর্ঘদিন ধরে৷
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর অনুরোধেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান৷ তিনি আরো বলেন, নির্বাচিত হলে সমিতিরহাট ইউনিয়নে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে প্রাধান্য দিয়ে সমিতিরহাটবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দিব। পরিশেষে তিনি সকলের দোয়া কামনা করেন।