শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শুভ মহালয়া উপলক্ষে রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গহিরা পূর্ব শীল বাড়ি ও পশ্চিম শীল বাড়ির সনাতন ধর্মালম্বীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার বিকালে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে গহিরা শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দির প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নাঈম উদ্দিন খান, ডাচ বাংলা ব্যাংক এর কদমতলী শাখার ব্যবস্থাপক কাজী মো ইজাজ, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, গহিরা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কে,এম আবদুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, শিক্ষক রাজু ভট্টচার্য, ডা.সাধন শর্মা, ডা. রুনু শর্মা, যুবলীগ নেতা ফরহাদ ইসলাম,ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শিপুল চৌধুরী,মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ রিদওয়ান প্রমুখ।