আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্যে প্রতিবাদে বাঁশখালী ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী’র প্রত্যক্ষ ইন্ধনে ন্যাক্কারজনক হামলার চালায়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্যের পদ ও আ.লীগ থেকে অপসারণ চেয়ে লোহাগাড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট।
বুধবার উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমেদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবদুল হাকিম চৌধুরী, এছাড়া বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কাউছার, আবদুল্লাহ আল সাদ্দাম সহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।