শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাউজান উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নিবার্হী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ,উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।অনুষ্ঠানে দেশে উদ্ভাবিত কয়েক শতাধিক ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীতে আসা দুইজন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খামারীকে এলিডি টিভি পুরুস্কার দেয়া হয়।