1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের জনসাধারণ স্বাস্হ্যবিধি মানছেন না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না- ড. ইউনূস সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

লালমনিরহাটের জনসাধারণ স্বাস্হ্যবিধি মানছেন না

লাভলু শেখ, স্টাফ রিপোটার, লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৫ বার

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোন ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

নতুন এই ঘোষণার কারণে মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে ব্যক্তিকে সর্বোচ্চ ৬মাসের কারাদণ্ড বা ১লাখ টাকা জরিমানা করা যাবে। অবশ্য ঘোষণায় এই আইন জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় এই পরিবর্তনগুলো যুক্ত করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, আইন অমান্যকারীদের সংক্রমণ আইনের ২৪ (১, ২), ২৫ (১ এর ক, খ) এবং ২৫ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করেন, সংক্রমণ আইনের ২৪ (১, ২) ধারায় অপরাধ সংঘটন করলে সর্বোচ্চ সাজা ৬মাসের কারাদণ্ড বা ১লাখ টাকা জরিমানা।

এ ছাড়া নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু দেখা গেছে, কোনটাও মানছে না লালমনিরহাট জেলার জনসাধারণ।

লালমনিরহাট ঘুরে দেখা যায়, শতভাগ মানুষের মধ্যে ৯০ভাগ মানুষ মাস্ক পরা থেকে বিরত রয়েছে এতে করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

লালমনিরহাটের বিভিন্ন হাট-বাজারের অধিকাংশ ব্যবসায়ীমহল ও ক্রেতারাও মাস্ক ব্যবহার না করে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশ্চর্য জনক বিষয় হলো স্বাস্থ্যসেবায় যারা ফার্মেসী ব্যবসা করছেন তারাও মাস্ক ব্যবহারের কোন গুরুত্বপূর্ণ মনে করছেনা বললেই চলে।

এছাড়াও কাঁচা বাজার, মাছ বাজার, শপিং মল, বে-সরকারি হাসপাতালসহ সকল জায়গায়ই একই অবস্থায় চলছে দৈনন্দিন।

সচেতন মহলে এমন প্রশ্নের হিরিক জমে উঠেছে, লালমনিরহাট প্রশাসনের কর্মকর্তাদের নজরে কি, তা পরে না? নাকি তারা দেখেও না দেখার ভান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net