1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের মোগলহাটে অবহেলায় নষ্ট হচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

লালমনিরহাটের মোগলহাটে অবহেলায় নষ্ট হচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬৫ বার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট রেলওয়ের স্টেশনে কোটি কোটি টাকার সম্পদ অযত্নে আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এসব সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় দিনের পর দিন হারিয়ে যাচ্ছে রেলওয়ের লাইনসহ মূল্যবান সম্পদ। সেই সাথে বেদখল হয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা ও জায়গা।

তথ্যানুসন্ধানে জানা যায়, লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মোগলহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় ১০কিলোমিটার পথ। এ ১০কিলোমিটার পথ জুড়ে বর্তমান দীর্ঘদিন থেকে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। যেন দেখার কেউ নেই? এ লাইনটি পরিত্যাক্ত থাকায় এদিকে যেমন অযত্নে আর অবহেলায় বিনষ্ট হয়ে যাচ্ছে অপরদিকে তেমনি অনেকটা বেদখল হয়ে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে ওই পরিত্যাক্ত লাইনের উপর মাটি ভরাট করে ঘরও নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও গো-চারণভূমিতে পরিণত হওয়ায় এসব লাইনের উপর খরের পালা, গরুর ঘর এবং কোন কোন জায়গায় পায়খানা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ফলে দিনের পর দিন মাটি চাপা পড়ে থাকায় লাইনের খোঁজ খবর না নেওয়ায় ক্রমান্বয়ে এগুলো চুরিও হয়ে যাচ্ছে। এছাড়াও রেলওয়ের বিশাল গুদাম ও টিকিট ক্যালেক্টর ভবন পরিত্যাক্ত থাকায় আস্তে আস্তে এর মূল্যবান জিনিষপত্র হারিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ভবনের দরজা-জানালা এবং গুদাম ঘরের বেশ কিছু টিন উধাও হয়ে গেছে। এদিকে রেলওয়ের এসব স্থাপনা পরিত্যাক্ত থাকায় এবং রেলওয়ের নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা না থাকায় এসব স্থাপনা অনেকটা অসামাজিক কার্যকলাপের আখড়ায়ও পরিণত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট স্টেশন থেকে মোগলহাট পর্যন্ত লাইনটি পুণঃচালুর জন্য এবং মোগলহাট রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনা নিয়ে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে ২০১৭ সালের ৯ জানুয়ারি দুপুর ১২টায় রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক খায়রুল আলম, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম মোগলহাট রেলপথ ও রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। এর ভবিষ্যত কি কেউ জানেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net