নিজস্ব প্রতিবেদকঃ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ আঃ জলিল সরদারের
ছেলে ইলিয়াস কাঞ্চন টিট্র রহস্যজনক মৃত্যুকে পুঁজি
করে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলে অভিযোগ
উঠেছে। ডাঃ আঃ জলিল তার ছেলের মৃত্যুর ঘটনায় প্রথমে
অপমৃত্যু মামলা দায়ের করে। ভিসেরা রিপোর্ট আসার
আগেই থানায় একটি মামলা থাকার পরও তিনি আদালতের
অনুমুতি নিয়ে ১৩ জনকে আসামী করে হত্যা মামলা
দায়ের করে। এই মামলার ১৩ জন আসামীর মধ্যে ৯ জনই
বসবাস করেন ঢাকায়।
স্থানীয়রা জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে
ডাঃ আঃ জলিলের ছেলে ইলিয়াস কাঞ্চন টিটুর মৃত্যু হয়।
বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। কেউ বলেন স্ট্রোক করে মারা
গেছে আবার কেউ বিষয়টিকে অপমৃত্যু আক্ষা দেয়।
অপমৃত্যু মামলার এজাহার সূত্রে জানাযায়, ওই দিন রাতে
টিটুর স্ত্রী তার সাথে ছিলেন না। স্ত্রী ২ সন্তান নিয়ে
আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন।
ছেলের মৃত্যু নিয়ে ডাঃ আঃ জলিলের কাছে জানতে
চাইলে তিনি বলেন, আমার ছেলের মৃত্যুর সময় আমি
ঢাকায় ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে থানায় অপমৃত্যু
মামলা দায়ের করি। লাশ ময়নাতদন্তের পর পরবর্তীতে আমারবাড়ির লোকজনের সাথে কথা বলে আমার সন্দেহভাজন
ব্যাক্তিদের নামে আরেকটি মামলা করার জন্য থানায় গেলে
থানা পুলিশ মামলা নিতে রাজি না হওয়ায় আদালতের
অনুমতি এনে ১৩ জনকে আসামী করে একই থানায়
আরেকটি হত্যা মামলা দায়ের করি। যার মামলা নং ০৯ তাং
১৮/৯/২০২০ইং। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে তাকেও আইনের
আওতায় আনা হোক।
পুলিশ গত ১৮ সেপ্টেম্বর এই মামলার ২ নং আসামী ঢাকা
আলিয়া মাদ্রাসার কামিল তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ
খাঁনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জাহিদের
বড় ভাই মোজাম্মেলের সাথে স্থানীয় রাজনীতি নিয়ে ডাঃ
জলিলের বিরোধ চলছিল। ওই এলাকার বেশ কয়েকজন জানান,
সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোজাম্মেল খাঁন
যেন প্রার্থী না হতে পারে এই জন্যই তিনি ও তার
লোকজনকে জড়িয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, গ্রেপ্তার হওয়া জাহিদ খাঁন ভদ্র ও
মেধাবী ছেলে, সে ঢাকা মাদ্রাসায় লেখাপড়া করে,
মসজিদ নির্মানের কাজ চলছে তাই সহযোগীতা করার
জন্য তিনি গ্রামে এসেছেন। সে কখনো হত্যা কান্ড করার
মত এরকম কাজ করতে পারে না। রাজনৈতিক বিরোধের
কারণেই তাকে ফাঁসানো হয়েছে।এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব
আলী মুঠোফোনে বলেন টিটুর মৃত্যর পর মরদেহ
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার দিন
নিহতের পিতা ডাঃ জলিল সরদার নিজে বাদি হয়ে একটি
অপমৃত্য মামলা করে। পরে আদালত থেকে অনুমতি নিয়ে ১৩
জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করে ।
মামলার দুই নং আসামী জাহিদ কে গ্রেফতার করে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।