সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন! কিন্তু অধ্যক্ষের তকমা ব্যবহার করে দিব্যিতে কলেজ চালিয়ে যাচ্ছেন। যেখানে বাধাবিপত্তি নেই, নেই কারো আপত্তি। আর এ সুযোগে পদবির জোরে একতরফাভাবে চালিয়ে যাচ্ছেন কলেজের সমস্ত কর্মকান্ড। তিনি নরসিংদী পৌর শহরের শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী সাটির পাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নূর হোসেন ভূইয়া।
যিনি বর্তমানে নিজেকে অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। এমনকি সিল, স্বাক্ষরসহ দাপ্তরিক সবকিছুতেই নিজের নাম ব্যবহার করে যাচ্ছেন। সম্পূর্ণ নিয়মবিধি ভঙ্গ করেই চলছে তার কর্মকান্ড। সূত্র মতে, মরহুম খন্দকার আব্দুর রহিম স্যারের অবসর গ্রহণের পর ২০১১ সালে নূর হোসেন ভূইয়া সাটির পাড়া কে কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান৷ যা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে। তার পরের বছর সাটির পাড়া কে কে ইনস্টিটিউশন স্কুলটি ২০১২ সালে কলেজে উত্তীর্ণ হয়। আর এর পরই নাটকীয়ভাবে নূর হোসেন ভূইয়া হয়ে যায় অধ্যক্ষ। জানা যায়, নিয়োগ পাওয়ার পরের বছর থেকেই অটো প্রধান শিক্ষক থেকে হয়ে গেলেন অধ্যক্ষ নূর হোসেন ভূইয়া। সাটির পাড়া স্কুল এন্ড কলেজের সকল অনুষ্ঠান, দাপ্তরিক কাজকর্ম, সামাজিক কোন অনুষ্ঠানেও নিজেকে অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। এমনকি কলেজ প্রতিষ্ঠা লাভের পর কলেজের শিক্ষক নিয়োগও দেন তিনি।
এ অবস্থায় অভিভাবক ও জনমনে প্রশ্ন হচ্ছে, একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে কীভাবে কলেজ শিক্ষক নিয়োগ প্রদানে ক্ষমতা রাখেন? এভাবে শিক্ষক নিয়োগে বৈধতা কতোটুকু! সূত্রে জানা গেছে, কলেজটিতে এখনো কোন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়নি কিংবা অধ্যক্ষ হিসেবে নিয়োগও পাননি তিনি। সম্পূর্ণ নিয়ম বর্হিভূতভাবে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন নূর হোসেন ভূইয়া।
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র বলেন, “তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাই প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর ব্যবহার করতে পারেন, অন্য কিছু নয়।” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য সুত্রে জানা যায়, যেহেতু তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অধ্যক্ষের নাম বা পরিচিতি অথবা অধ্যক্ষের সিল ব্যবহার করে কোন স্বাক্ষর করতে পারেন না।
অতীতে যে সমস্ত জরুরী কাগজ পত্র ও প্রশংসা পত্রে নূর হোসেন স্বাক্ষর করেছেন। তার বৈধতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এমনকি এ নিয়ে চরম সংশয়ে আছেন ছাত্র-ছাত্রীরাও। এখানে প্রায় তিন হাজার ছাত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আর এ বিষয়গুলো দেখারও কেউ নেই। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক নূর হোসেন ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “যদি কোন স্কুলকে কলেজে উত্তীর্ণ করা হয়। নিয়ম হচ্ছে, হেড মাষ্টার অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। যদি স্কুল এবং কলেজের প্রশাসনিক কাজ এক হয়ে যায়।” তিনি আরো বলেন, “যেহেতু আমি হেড মাষ্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত। যতোদিন আমার চাকুরী আছে, ততোদিন আমি অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাবো। এটা অটো হয়ে যায়”। অধ্যক্ষ আরও বলেন, “আমিতো অধ্যক্ষের ইন্টারভিও দিয়ে চাকরি নেই নাই, আমি হেড মাষ্টার। স্কুলটা যখন কলেজে পরিণত হয়েছে। তাই আমি ইনচার্জ অব প্রিন্সিপাল”।
এ ব্যাপারে নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, “যদি গর্ভনিং বডি তাকে অধ্যক্ষ হিসেবে মিটিং করে রেজুলেশন করে বোর্ডের কনসান্ট পারসনদের অনুমতি না নিয়ে থাকে। তাহলে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেন না এবং অধ্যক্ষের সিলও ব্যবহার করতে পারেন না।” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. হারুনুর রশিদ বলেন, “হেড মাস্টার হিসেবেই তিনি দায়িত্ব পালন করতে পারেন। অধ্যক্ষ লিখতে পারবেন না এবং অধ্যক্ষের সিল ও স্বাক্ষরও করতে পারবেন না।”