1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিবি পরিচয়ে অপহরণ লাকসামে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান

ডিবি পরিচয়ে অপহরণ লাকসামে

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৩৫ বার

কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বরইগাও গ্রামের গত বুধবার আনুমানিক রাত ১.১৫ মিনিটে ডিবির পরিচয়ে মোস্তফা কামাল (ভিটকিম) কে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮/১০/২০২০ইং রোজ বুধবার দিবাগত রাত ১.১৫ ঘটিকার সময় মোস্তফা কামাল (ভিটকিম ৩০) কে মৎস্য খামার থেকে অপহরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় মোস্তফা কামাল (ভিটকিম ৩০) এর জায়গায় সম্পতি বিরোধ নিয়ে দীর্ঘ ১ বছর ধরে তার তিন ভাই বিভিন্ন ভাবে শত্রুতা চালিয়ে যাচ্ছে। তাকে বিভিন্ন ভাবে সন্ত্রাস দ্বারা হামলা করেছে এবং উভয় পক্ষের মধ্যে নন জি, আর মোকদ্দমা ৫১/২০ ও ৫৪/২০ কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট সি,আর,পি,সি চলিত অবস্থায় আছে।

উক্ত অভিযোগ সূত্রে আরো জানা যায় পূর্ব শত্রুতার জেরে ও মামলা মোকদ্দমা সূত্র ধরে গত ২৮/১০/২০২০ইং রোজ বুধবার দিবাগত রাত ১.১৫ ঘটিকার সময় বাদীর বাড়ির পশ্চিম দিকে মৎস্য খামার পাহার দেওয়ার জন্য মোস্তফা কামাল (ভিটকিম ৩০) ও শামীম অবস্থান করেন। একপর্যায়ে তারা ২ জন ঘুমিয়ে পড়লে মোস্তফা কামাল (ভিটকিম ৩০) এর তিন ভাই পূর্ব পরিকল্পনা সূত্র ধরে তারা আরে ৪/৫ জন মুখোশ ধারী সন্ত্রাসী নিয়ে মৎস্য খামারের বেড়া কেঁটে অবৈধ প্রবেশ করে মোস্তফা কামাল (ভিটকিম ৩০) কে ঘুমন্ত অবস্থায় অচেতনতা নাশক ঔষধ নাকে লাগিয়ে অজ্ঞান করে তার সাথে থাকা শামীম কে বালিশ দিয়ে হত্যা করা চেষ্টা করে এবং ভিটকিমকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে অজ্ঞাত অবস্থায় অপহরণ করে। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শামীম কে কাউকে না বলার হুমকি দেয়। শামীম ভিটকিম কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বললে, তারা বলে আমরা ডিবির লোক তাকে থানায় নিয়ে যাচ্ছি।

ভিটকিমের অপহরণের পর তাঁকে কুমিল্লা ডিভি অফিস সহ বিভন্ন জায়গায় খোঁজাখুজি করে ভিটকিমের সন্ধান পায়নি তার আত্মীয় স্বজনরা। তাদের বিশ্বাস ভিটকিমকে অজ্ঞত স্হানে আটক করে তাকে হত্যা করে লাশ গুম করেছে।ভিটকিমের আত্মীয়রা খোঁজাখুজির কাজে ব্যস্ত থাকায় মোকদ্দমা করতে দেরি করে ফেলেছে।পরেদিন তারা কুমিল্লার বিজ্ঞ লাকসাম থানার সিনিঃ জুডিঃ ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত আকারে দরখাস্ত করেন যার নাম্বার সি,আর ২৯১/২০ইং।উক্ত মামলা দায়ের অভিযুক্তরা হলেন তার তিন ভাই আঃ সত্তার (৫০), পিতা হাজী নুরু মিয়া, আঃ মফিজ(৪৫), পিতা হাজী নুরু মিয়া, আঃ মোনাফ(৪০) এছাড়াও তাদের সাথে অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী।উক্ত মামলার স্বাক্ষীগন হলেন মোস্তফা কামাল ভিটকিম(৩০), পিতা হাজী নুরু মিয়া, শামীম পিতা মৃত রুহুল আমিন, রমিজ উদ্দীন মেম্বার(৫০) পিতা মৃত অহেদ আলী, আঃ জব্বার(৫৫) পিতা মৃত রজব আলী, আবুল কাশেম(৪৫) পিতা মৃত আঃ মজিদ, এসমত(৪৫) পিতা মৃত আঃ কাদের, আঃ জনি(১৭) পিতা মোস্তফা তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net