1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য: বাঁশখালীতে অর্ধকোটি টাকার জাল পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য: বাঁশখালীতে অর্ধকোটি টাকার জাল পুড়ে ছাই

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৩৮ বার

সরকার নির্দেশিত আইন অমান্য করে মা ইলিশ প্রজননের মৌসুমে বঙ্গোপসাগরে মৎস্য আহরনের অভিযোগে প্রশাসনিক অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকার মৎস্য আহরনকারি জাল পুড়ে ছাই করে দেয় পুলিশ।

সহকারি পুলিশ সুপার শিবলী সাদিকের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী এলাকায় অভিযান পরিচালনা করে খাটখালী ঘাটে জব্দকৃত প্রায় অর্ধকোটি টাকার জাল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাল পুড়ে ভস্মিভূত হয়ে ক্ষতিগ্রস্থ হয় স্থানীয় মঞ্জুর মাঝি, জুনু মাঝি, মু. হারুন মাঝি ও আনিছ।

সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক জানান, ‘সরকার সমুদ্রে মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে মৎস্য অধিদপ্তর কর্তৃক মা ইলিশ রক্ষায় চলতি মাসের ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিনব্যাপী সামুদ্রিক মাছ আহরণ, বাজারজাতকরণ, পরিবহন ও ক্রয়-বিক্রিয় নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় সমুদ্রে মৎস্য আহরন, পরিবহন, ক্রয়-বিক্রয় এবং সমুদ্রে জাল-বোট নিয়ে অবস্থান সম্পুর্নভাবে বেআইনী ও দন্ডনীয় অপরাধ।’ তিনি আরো বলেন, ‘এসময়ে গন্ডামারার খাটখালী এলাকায় অভিযানকালে আইন অমান্য করে নদীতে জেলের জালসহ বোট দেখতে পাওয়া যায়। সাথে সাথে তা জব্দ করে সমস্ত জালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যন্যদেরকেও আইনেরর বিষয়ে সতর্ক করা হয়েছে। অন্যতায় আইন অমান্য করার অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।’

ক্ষতিগ্রস্থ জেলেরা নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরনের কথা অস্বীকার করে বলেন, ‘তাদের বোটগুলো নিষেধাজ্ঞার পূর্বদিন থেকে ঘাটে বাঁধা ছিল। তারা আইন অমান্য করে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরনে যায় নি বলে জানান। তাদের জালগুলো পুড়িয়ে দেওয়ায় তারা খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান। এ ঘটনায় এলাকার জনমনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সহকারী পুলিশ সুপার শিবলী সাদিকের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন গন্ডামারা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আরিফুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক আনোয়ার সহ বাঁশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net