1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেষ মুহুর্তের ব্যস্থতায় প্রতিমা শিল্পীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

শেষ মুহুর্তের ব্যস্থতায় প্রতিমা শিল্পীরা

নরসিংদী থেকে সফিকুল ইসলাম রিপন ও নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৯০ বার

হিমালয়ের কৈলাশে স্বামী শিবের বাড়ী থেকেই উমাদেবী (দেবী দূর্গা) সুদূর পথ পাড়ি দিয়ে আসছেন তার বাপের বাড়ি। প্রতিবছর শরৎকালে দেবী দূর্গা তার চার সন্তান গণেশ, কার্ত্তিক, লক্ষী আর সরস্বতীকে সাথে নিয়ে সমতল ভূমির এই বাপের বাড়ি বেড়াতে আসেন। দেবী দূর্গার আগমনকে ঘিরে স্বনাতন ধর্মালম্বীরা সকল প্রস্তুতি সম্পন্ন করে অপেক্ষা করছেন। কিন্তু শেষ মুহুর্তে রং তুলির আচড়ে শিল্পী সত্ত্বাকে ফুটিয়ে তুলতে এখনো কাজ করছেন মৃৎশিল্পিরা। মূর্তি তৈরির কাজ শেষে এখন রঙ ছোঁয়ানোর কাজ করছেন প্রতিমা শিল্পীরা। আজ মহাপ মীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উৎসব আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত মহালয়া থেকেই পূজারীরা দুর্গা মায়ের আগমন ধ্বনি শুনতে পায়। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৬ দিনের এ ধর্মীয় উৎসব শেষ হবে। এবার দেবীদুর্গা আসছেন দোলায় (পালকি) চড়ে এবং ফিরে যাবেন গজে (হাতি) চড়ে। এ বছর দেবী দূর্গা মুত্তলোকের বাসিন্দাদের সুবার্তা বয়ে আনছে না। তবে ফিরে যাওয়া শষ্য-শ্যামলার ঈগিত দিচ্ছে।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত নরসিংদীর হিন্দু স¤প্রদায়ের মানুষ। তবে উৎসবের আমেজ অন্যান্য বছরের মত তেমন একটা নেই বললেই চলে। করোনা পরিস্থিতির কারণে মন্ডপগুলোতে এবছর ঝাকঝমক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। ভক্তবৃন্দ পুজারী ও দর্শনার্থীদের মাক্স পড়ে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মা দুর্গার লাল টুকটুকে বেনারসি শাড়ির জরির কাজ, গণেশের ধুতিতে নকশাদার পাড় বসানো আর মহিষাসুরের জমকালো পোশাক তৈরির কাজ। দবীর হাতের চক্র, গদা, তীর-ধনুক ও খড়গ-ত্রিশূল আর ভীষণ ঘষামাজায় ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। আয়োজকদের ফরমায়েশ আর ডিজাইন অনুযায়ী গড়ে তুলছেন দৃষ্টিনন্দন অস্থায়ী পূজামন্ডপ। চলছে সংস্কারের শেষ কাজটুকু। এবার নরসিংদী জেলায় মোট ৩৩৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।

পলাশের কুড়াইতলী এলাকার প্রতিমা কারখানার কারিগর নিখিল চন্দ্র পাল জানান, গত বছর তিনি ৭টি দুর্গাপ্রতিমা তৈরী করেছিলেন। এবার করেছেন মাত্র ২টি। তার ভাই রবীন্দ্র চন্দ্র পাল গত বছর তৈরী করেছেন ৬টি দূর্গা প্রতিমা এবার তিনিও করেছেন ২টি প্রতিমা। কারন হিসেবে তিনি জানান, দেশে করোনার কারনে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নির্দেশা না থাকায় দুর্গাপুজা এবার হবে কিনা সেটাই সন্দেহ ছিলো তাই পূর্ব প্রস্তিুতি না থাকায় ঝুকি নেওয়া সম্ভব হয়নি।

এদিকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপের সৌন্দর্য্য ও সার্বিক ব্যবস্থাপনার উপর ভিত্তি করে গত বছরের মতো পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে একাধিক সভা শেষে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net