1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মরমি কবি লালন শাহের ১৩০তম মৃত্যু দিবস উপলক্ষে লালন উৎসব অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

মাগুরায় মরমি কবি লালন শাহের ১৩০তম মৃত্যু দিবস উপলক্ষে লালন উৎসব অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৮৮ বার

মাগুরায় বাউল সম্রাট লালন শাহ এর ১৩০ তম মত্যু দিবস উপলক্ষে লালন উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী।
১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় শহরের ঐতিহাসিক
নোমানী ময়দানে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে উদ্বোধন করেন।

পরে স্থানীয় বিভিন্ন বাউল শিল্পীরা প্রথম সমবেতকন্ঠে লালন সংগীত ও পরে একক সংগীত পরিবেশন করেন – সংগীত শিল্পী বাউল নিজাম উদ্দিন লালনী, বিমল বাউল, বাউল নায়েব আলী, বাউল রথিন মিত্র, বাউল ফকর উদ্দিন, আলফি রেজা, কাব্য শিকদার, শ্রাবনি মৈত্র,বাউল ডলি, বাউল আব্দুল রহিম, বাউল সাগর, বাউল রাসেল, বাউল শাহনাজ বেগম, বাউল নবেল শিকদার, বাউল জাকির, বাউল হাসান, বাউল ক্ষেপা সালমা, বাবুল বাউল, বাউল বিশারত মন্ডলসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা একের পর এক বাউল সম্রাটের মরমি সংগীত পরিবেশন করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। অনুষ্ঠানে হারমনিয়ামে সহায়তা করেন শিল্পী অজিত রায়, তবলায় নিমাই, অক্টোপ্যাডে শংকর, দোতারায় নায়েব আলী, কিবোর্ডে সমর রায়, বেহালায় কানু শর্মা, ঢোলে আশিকুজ্জামান, বাশিতে আবু বক্কর, জিপসীতে দীনবন্ধু ও একতারায় আবজাল হোসেন সহায়তা করেন। একতারা, দোতরা, বাশি, ঢোল আর হারমনিয়ামসহ বিভিন্ন দেশী বাদ্যযন্ত্রের সাথে মরমি সাধকের বাণি ও সুরে মুখরিত মিলনায়তনে বিভিন্ন বয়সের প্রচুর দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net