1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান হলদিয়া-ডাবুয়ার ২০ তম বিশাল জসনে জুলুছ মাহফিল অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Mengenal Lebih Dekat Slot Fortune Dragon তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ  পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রাউজান হলদিয়া-ডাবুয়ার ২০ তম বিশাল জসনে জুলুছ মাহফিল অনুষ্টিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১২৩ বার

নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রেছালত ইয়া রাসুলুল্লাহ(স.),সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী(স.)স্লোগানে মুখরিত ছিল রাউজান হলদিয়া-ডাবুয়ার ২০তম জসনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী(স.)মাহফিল।করোনা ভাইরাসের কারনে
জসনে জুলুছের রেলি বের করা হয় সীমিত আকাঁরে।আহলে সুন্নাত ওয়াল জামাঅাত হলদিয়া ইউনিয়ন শাখার ব্যানারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)উদযাপন উপলক্ষে জুলুছ ও মাহফিলের সভাপতিত্ত করেন পীরে ত্বরিকত আলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)।হলদিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সেক্রেটারী সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী।স্বাগত বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির মহাসচিব ও আওয়ামীলীগ নেতা আলহাজ্জ মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জুলুছ বাস্তবায়ন কমিটির স্থায়ি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা এস এম বাবর,আল্লামা কাজী সাইদুল আলম খাকী,সাবেক সচিব ও স্থায়ি কমিটির সদস্য আলহাজ্জ আল্লামা ইদ্রিস আনসারী,স্থায়ি কমিটির সদস্য আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, স্থায়ি কমিটির সদস্য সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।কোরআন তেলোয়াত করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ,নাত পরিবেশন করেন আল্লামা নুরুল আবছার রযভী।দেখাগেছে বাদ আছর পায়ে হেটে আশেকে রাসুলগন ব্যানার,ফেস্টুন,কালেমা ও দরুদ রচিত বিভিন্ন পতাকা নিয়ে জুলুছ সহকারে আমিরহাট বাজার ও দোস্ত মুহাম্মদ সড়ক প্রদক্ষিন শেষে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে জুলুছের সমাপ্তি ঘটে।জুলুছ পরবর্তি মাহফিলে উপস্তিত ছিলেন মুহাম্মদিয়া কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী মুহাম্মদ আবছার,আহলে সুন্নাতের জেলা নেতা আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,উপজেলা নেতা আ.স.ম রফিকুল ইসলাম রযভী,আল্লামা গাজী মুহাম্মদ ফোরকান,জুলুছ বাস্তবায়ন কমিটির সদস্য মুহাম্মদ আলী মেম্বার,মাওলানা সোলায়মান মকবুলী ,আবদুস সালাম মাষ্টার,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,সাবেক সচিব সৈয়দ মাওলানা তৈয়বুর রহমান,সাবেক সচিব মাওলানা মনসুর উদ্দিন নেজামী,মাওলানা নুরুল ইসলাম রযভী,মাওলানা আবদুল মান্নান,ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা শামসুল আলম নঈমি,আলহাজ সোলায়মান চৌধুরী,মাওলানা জাফর আলম নুরী,মাওলানা আবুল বশর ভান্ডারী,মাওলানা আবদুল কাদের কাদেরী,মাওলানা মনসুর রযভী,মাওলানা আহমদ হোসেন রযভী,মুহাম্মদ হোসাইন মাষ্টার,জাহাঙ্গীর আলম সিকদার,আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর,হাফেজ ওমর ফারুক,মাওলানা দিদারুল আলম কাদেরী,মাওলানা সৈয়দ লুৎফর রহমান রযভী,সৈয়দ মাওলানা গিয়াস উদ্দিন,মাওলানা আলমঙ্গীর রযভী,মাওলানা নেজাম উদ্দিন তৈয়বি,মাওলানা নাসির উদ্দিন কাদেরী,মাওলানা আবদুল মালেক,মাওলানা মোরসেদ রয়া কাদেরী,শায়ের মাওলানা সালামত রেজা কাদেরী, মাওলানা হারুন রশিদ কাদেরী,সৈয়দ মাওলানা জিয়াউল্লাহ,মাওলানা নিজাম উদ্দিন,১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের সচিব মাওলানা মোজাম্মেল হোসাইন,মাওলানা কুতুব উদ্দিন,ব্যাংকার তাজ মুহাম্মদ রযভী,শায়ের মাওলানা আবু তালেব রযভী,মাওলানা হাসান রেজা আজেজী কাদেরী,শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন,শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী,শায়ের হাফেজ মিনহাজ,নাজিম উদ্দিন মাইজভান্ডারী,প্রবাসি নুরুল হুদা মুহাম্মদ আক্কাস প্রমুখ। মিলাদ কিয়াম পরিবেশন করেন আল্লামা মনসুর উদ্দিন নেজামী। মিলাদ শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন পীরে ত্বরিকত আল্লামা অধ্যক্ষ সৈয়দ আহছান হাবিব(মা.জি.আ)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম