1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা বানের পানিতে ভাসছে ॥ অতিতের সকল রেকর্ড ছাড়িয়েছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-১০ আজ ভয়াল ২৯ এপ্রিল! ৩৩ কিলোমিটার বেড়ীবাঁধে ২৬ স্থানে ফাটল, দূর্যোগ আতংকে বাঁশখালী উপকূলবাসী ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE

গাইবান্ধা বানের পানিতে ভাসছে ॥ অতিতের সকল রেকর্ড ছাড়িয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১০৬ বার

পঞ্চম দফা বন্যায় গাইবান্ধার ব্রহ্মপুত্র ঘাঘট ও করতোয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আগের সকল রেকর্ড ছাড়িয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের তথ্য মতে, ১৯৯৯ সালে করতোয়ার পানির বিপৎসীমা ১০৪ সেন্টিমিটার রেকর্ড করা হয়ে ছিলো।

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক তলিয়ে গিয়ে পৌর শহরের পানি হু হু করে ঢুকছে। ইতিমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাহ্য কমপ্লেক্্ের কোমর পানি। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীদের ও ডাক্তারদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। অনেক উচু বাসা বাড়িতে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।
বন্যার কারণে গোবিন্দগঞ্জ উপজেলার সঙ্গে ঘোড়াঘাট উপজেলা হয়ে দিনাজপুর জেলায় যোগাযোগের আঞ্চলিক মহাসড়কটি বন্যার পানির নিচে ডুবে গেছে।এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় নতুন করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আমন ধান, পুকুর ,শাক-সবজিসহ বিভিন্ন ফসল।

এদিকে গাইবান্ধা শহর পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, যমুনাসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।অপরদিকে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বিঘা জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, যমুনাসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। যে কোনো সময় বিপদৎসীমা অতিক্রম করতে পারে।

গাইবান্ধার জেলা প্রশাসন মো. আব্দুল মতিন বলেন, বন্যা নিয়ে হতাশার কিছু নেই। সরকার বন্যা কবলিতদের পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্য অনুয়ায়ী, টানা বৃষ্টি আর নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সাত উপজেলার এক হাজার ৭৫০ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ২৫ হেক্টর জমির শাক-সবজি পচে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম