রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি ঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের সহায়তায় এবং পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্কার আয়োজনে করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুর সদরের নিভৃত পল্লীতে নারী ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ৩ ইউনিয়নের ৯ গ্রামের দরিদ্র ১৫০ জন নারী ও কিশোরীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ব্রাকের জেলা সম্বনয়কারী মো: আরিফুল ই্সলাম, পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্কার পরিচালক (কর্মসুচী) মো: আব্দুর রহিম মুকুল। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং শশরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্থানীয় গন্যমান্যরা।
সদরের শশরা,আস্করপুর ও আউলিয়াপুর ইউপির ৯ গ্রামের ১৫০ জন নারী ও কিশোরীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরনকৃত নারী ও কিশোরীদের জন্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রত্যেকটি কিড প্যাকেটের মধ্যে রয়েছে স্যানেটারী প্যাড,হেক্সিসোল,মাক্স,পেন্টি,ব্রাশ,টুথপেষ্ট,হুইল পাউডার,সাবান,হ্যান্ড গ্লোবস্,থার্মোমিটার,নেইল কার্টার,বেতল স্প্রে মুখ ও ব্লিচিং পাউডার।
অনুষ্ঠান চলাকালে সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা, কোভিট-১৯ করোনা‘র এই মহা দূর্যোগকালিন সময়ে বেসরকারী উন্নয়ন সংস্কার ব্রাকের এরকম হিতৈষীমুলক কার্য্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। করোনায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষে নিাজপুর সদরের প্রচারণা(মাইকিং) এবং ক্যাবল টিভি নেটওয়ার্ক এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছে।