1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে মানবকল্যাণে কাজ করবে বি.এম ফাউন্ডেশন: শওকাতুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ

ফটিকছড়িতে মানবকল্যাণে কাজ করবে বি.এম ফাউন্ডেশন: শওকাতুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২০৭ বার

শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়ি প্রতিনিধি: মানব সেবার লক্ষ্য নিয়ে ফটিকছড়িতে প্রতিষ্ঠা হলো বি.এম ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের মধ্যম নিশ্চিন্তাপুর গ্রামের শাহ আলম মাস্টার বাড়ি নিবাসী, সৌদি আরব প্রবাসী, সমিতির হাট প্রবাসী পরিষদ সৌদি আরব শাখার সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ শওকাতুল ইসলাম।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শওকাতুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগীতা দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, মহান সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও তাঁর শ্রদ্ধেয় পিতামাতার নাম চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
আমার বাবা (ফাইসন্স গ্রুপের সাবেক প্রোডাকশন ম্যানেজার) মরহুম আলহাজ্ব বদিউল আলম এবং মাতা মনোয়ারা জাহান, উভয়ের নামের আদ্যাক্ষর নিয়ে বিএম ফাউন্ডেশন নামকরণ করা হলো। আমাদের পরিবার আগে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্ত এখন থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে। আর্ত মানবতার সেবায় বিএম ফাউন্ডেশন আজীবন করে যাবে। এছাড়া শিক্ষা, সাহিত্য সংস্কৃতি,চিকিৎসাসহ সকল সামাজিক ধর্মীয় কর্মকাণ্ডে বিএম ফাউন্ডেশন কাজ করে যাবে।
বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হলো:-

১. দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে তাহাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী-পুরুষ সমতা বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা-বৃদ্ধি-সহায়তা ও প্রশিক্ষণ।
২. গরীব মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ সহায়তা প্রদান ।
৩. গরীব, অসহায় মানুষের বিনামূল্যে বস্ত্র প্রদান ৪. গরীব, অসহায় মানুষের চিকিৎসার জন্য আমাদের সাধ্যনুযায়ী আর্থিক সহায়তা ।
৫. রক্তদান কর্মসূচি।
৬. শিক্ষা সামগ্রী বিতরণ।
৭. সামাজিক ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সহায়তা প্রদান করা। এবং অন্যান্য প্রাসংগিক সেবা প্রদান করা
এক কথায় বলা যেতে পারে সমাজের অনগ্রসর জনতার কল্যাণে সব সময় সাধ্যনুযায়ী পাশে থাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net