1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"বাগেরহাটে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের বৈষম্য নিরসনের মানববন্ধন" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

“বাগেরহাটে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের বৈষম্য নিরসনের মানববন্ধন”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বিশ্ব শিক্ষক দিবসে সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মোসাঃ ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষক আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, ঝিমি মন্ডল, স্বপন কুমার কীর্ত্তনিয়া প্রমুখ। বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কর্মকান্ড ও দায়দায়িত্ব সবই সমান। কিন্তু আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে যেমন বঞ্চিত। তেমনি বেতন-ভাতার ক্ষেত্রেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের থেকে অনেক পিছিয়ে আছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই বৈষম্য নিরসনের দাবি করছি। আমরা আশা করি মুজিববর্ষে প্রধানমন্ত্রী এই বৈষম্য নিরসনের ঘোষনা দিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম