নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর উদ্যোগে ঘাসফুল কনফারেন্স হলে Ôপ্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্তি’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) ফরিদুর রহমান, উপপরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মফিজুর রহমান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মারুফুল করিম চৌধুরী, সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ) খালেদা আক্তার, কমউনিকেশন, এডমিন , ফান্ড রাইজিং এন্ড মনিটরিং ব্যবস্থাপক নুদরাত এ করিম, সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম ও ইয়েস প্রকল্পের ভারপ্রাপ্ত পিসি রবিউল হাসান। কর্মশালাটি পরিচালনা করেন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর থিমেটিক এক্সপার্ট মোঃ জাহাঙ্গীর আলম, মনিটরিং, ডকুমেন্টশন এন্ড ক্যাপাসিটি বিল্ডীং অফিসার জুনায়েদ রহমান এবং সেন্টার ফর ডিজেএ্যাবেল কনর্সান (সিডিসি) এর নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রূপসা প্রমুখ।