কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হাটহাজারী উপজেলার পূর্ব ধলইস্থ হোছাইনিয়া জামে মসজিদের পূননির্মাণ কাজের জন্য নগদ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছেন স্থানীয় মরহুম কাজী রেজাউল করিমের তিন পুত্র।
শুক্রবার (২০ নভেম্বর) জুমা শেষে নির্মানাধীন মসজিদের অভ্যন্তরেই মসজিদ পূন:নির্মান কমিটির সভাপতি সৈয়দ ওসমান ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম এর হাতে অনুদান হস্তান্তর করেন মরহুমের ৩ পুত্র- কাজী রেজাউল হায়দার সবুজ, সুমন ও কাজী মো. ফারুক
মসজিদের খতিব, মোয়াজ্জিন, কমিটির সদস্যগণ এবং মুসল্লিরা এসময় ছিলেন। ঈছালে ছওয়াবের নিয়তে অনুদানদাতারা তাদের পরিবারবর্গের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।