আনোয়ারুল জলিল শান্ত উখিয়া, প্রতিনিধি
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ হাবিবুর রহমান আর নেই। ইন্না – লিল্লাহি ওয়া ইন্না – ইলাইহি রাজিউন।
আজ ২২ নভেম্বর সন্ধ্যা ৭:৫০ মিনিটের সময় উচ্চ রক্তচাপ জনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। বিষয়টি মরহুমের স্ত্রী নিশ্চিত করেন।
আগামীকাল ২৩ নভেম্বর দুপুর ২টার সময় থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদে তাহার নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। মেম্বার শেখ হাবিবুর রহমান দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।