___________ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আমিন শরীফ প্রকাশ গুরা মুন্সি (৬১) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন শরীফ উপজেলা পোমরা ইউনিয়নের পশ্চিম নবাবী পাড়ার জেবল হোসেন’র ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আমিন শরীফ নামে একজনকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব মিল্কি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তাদের দুই পক্ষের কোন অভিযোগ নেই।