1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুপ্রিয় পাঠক দর্শক শ্রোতাদের জনপ্রিয় " ইসলামি রাজনীতির ব্যবেচ্ছেদ " বইটি এসেছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ কর্মী থেকে বীমা খাতের অনন্য উচ্চতায় কজিম উদ্দিন মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুপ্রিয় পাঠক দর্শক শ্রোতাদের জনপ্রিয় ” ইসলামি রাজনীতির ব্যবেচ্ছেদ ” বইটি এসেছে

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২০৯ বার

ফিক্সড মূল্যে বাজারে এসছে বইটির ২য় সংস্করণ। দাম ৩২০ টাকা ।
’ফিক্সড প্রাইস’ তথা পণ্যের গায়ে লেখা ফিক্সড মূল্যে বহু পণ্য বিক্রি হয়। বিভিন্ন মার্কেটে, শপিং মলে একদাম বা একদরের দোকান এখন অনেক।একদামে বিক্রি করার বেশ কিছু ইতিবাচক দিক আছে। ঝামেলা কম। সময়ও কম ব্যয় করতে হয় কেনাকাটায়।

অবশ্য কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই মাধ্যমটাকে প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করছেন। ’ফিক্সড প্রাইস’ এর নামে অযৌক্তিক দাম নির্ধারণ করে অনেক পণ্য বিক্রি করছেন। কয়েক গুণ পর্যন্ত বেশি মূল্যে বিক্রি করছেন অনেকে অনেক পণ্য। সোজা কথায়, ’ফিক্সড প্রাইস’ এর নামে কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণা করে থাকেন। অবশ্য, দর-দাম করে যেসব পণ্য ক্রয়-বিক্রয় হয়, সেখানেও প্রচুর প্রতারণা হয়। বলা যায়, ’ফিক্সড প্রাইস’ এর দোকানের চাইতে দর-দাম করে কেনা যায়, এমন দোকান ও মার্কেটে ক্রেতারা বেশিই প্রতারিত হয়ে থাকেন।
অন্য অনেক পণ্যের মতো বইও কি ফিক্সড মূল্যে বিক্রি হয়? এমন কোন প্রকাশনা প্রতিষ্ঠান বা বইয়ের দোকান আছে কি যারা ফিক্সড প্রাইসে বই সরবরাহ করে? যদি থেকেও থাকে, আমার জানা নেই। এখন পর্যন্ত কোথাও থেকে গায়ের দামে লেখা মূল্যে বই কিনিনি। ফিক্সড প্রাইসে বই বিক্রি হলে ভালই হবে। বই তো অন্য কোন পণ্যের মতো নয় যে, কয়েকগুণ বেশি দাম ফিক্সড করে বিক্রি করা যাবে। ফলে ফিক্সড মূল্যে বই বিক্রি হলে এখানে অসাধুতার সুযোগ খুব একটা থাকবে বলে মনে হয় না। এতে ক্রেতা তথা বইয়ের পাঠকই উপকৃত হবেন বেশি।

আনন্দের সাথে জানাচ্ছি যে, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক এহসানুল হক জসীমের লেখা বইটির দ্বিতীয় সংস্করণ ফিক্সড মূল্যে বাজারে আসছে। গার্ডিয়ান পাবলিকেশন্স ধীরে ধীরে ফিক্সড মূল্যের দিকে যাচ্ছে। তাদের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের শুরু আমার বইয়ের দ্বিতীয় সংস্করণের মাধ্যমে। অবশ্য বইটির দ্বিতীয় সংস্করণ আরো আগে বাজারে আসার কথা ছিল। অনিবার্য কারণে দেরী হল। যাহোক এখন ফিক্সড মূল্যে মার্কেটে এসেছে “বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ” বইটির দ্বিতীয় সংস্করণ।

৩৬৮ পৃষ্ঠার বইটির মূল্য ফিক্সড করা হয়েছে ৩২০ টাকা। এটাই এবার বইয়ের ক্রয়মূল্য। ছাপার মান, কাগজের মান, প্রচ্ছদ, বইটির কনটেন্ট ইত্যাদি বিবেচনায় বাংলাদেশের ধর্মীয় দলগুলোর অচলাবস্থার উপর লেখা গবেষণা গ্রন্থটির ফিক্সড মূল্য বেশি ফিক্সড করা হয়েছে বলে মনে করি না। যাহোক, বইটির প্রথম সংস্করণের গায়ে লেখা মূল্য ছিল ৫০০ টাকা, বিক্রি হতো ৪০০ টাকা এর কাছাকাছি দামে। অবশ্য দ্বিতীয় সংস্করণে পৃষ্ঠা সংখ্যা কমেছে।
গার্ডিয়ান পাবলিকেশন্সের ’ফিক্সড প্রাইস’ এর দিকে ধাবিত হওয়াকে স্বাগত জানাচ্ছি। একটি ভাল পদক্ষেপ হিসেবে দেখছি। আশা করি, বইটির তৃতীয় সংস্করণও প্রকাশিত হবে ফিক্সড মূল্যে। বইটির চাহিদা বেড়েছে। সেই সাথে রকমারীতে বুক অর্ডার হয়েছে অনেক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net