আবদুল্লাহ আল মারুফ।।
৫ বছরে চলে গেলেন বাবা। রেলওয়ে পয়েচ ম্যানের চাকরি করতেন তিনি। বেশকিছুদিন পর চলেগেলেন তপুরের মা। মা মারা যাওয়ার পর তপুরের সত মা তপুরের বাবার চাকুরির পেনশন আর জায়গা সম্পত্তি সব নিয়ে চলে যায়। শেষ বাসস্থান রেলওয়ের কলনীও ছাড়তে হয় তপুরকে। স্ত্রী আর এক ছেলে নিয়ে তখন থেকেই কুমিল্লা রেল স্টেশন তপুরের ঘরবাড়ি সব। কিছুদিন পর তপুরের স্ত্রীও ছেড়ে যায় তাকে। তারপর থেকে তপুরের একমাত্র সঙ্গী সাত বছরের ছেলে তানিম আর ছোট ভাই রিশাত।
নাম পরিচয় গোপন রেখে এক প্রতিবন্ধী যুবতী জানান, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ২৪ বছর বয়সী যুবতীর বাড়ি ঘর সবই আছে ব্রাহ্মণবাড়িয়ায়। বছর দুয়েক আগে গ্রামের প্রভাবশালীরা তাদের পরিবারকে উচ্ছেদ করে দেন৷ চলে আসেন স্টেশন। দুখঃ-সুখ মিলিয়ে পাতেন নতুন ঘর৷ মা ভিক্ষুক আর বাবা রিক্সা চালিয়ে দু’মুটো খাবার জোটান। প্রতিবন্ধী বলে কেউই তেমন দাম দেয়না তাকে।
নাম মোঃ শাহাবুদ্দিন। বাড়ি নোয়াখালী। ১৫ বছর ধরেই থাকেন কুমিল্লা স্টেশনে। একবার এক্সেডেন্টে হারান পা তারপর ছেড়ে চলে যায় স্ত্রী পুত্র সবাই। এখন যেখানে তার রাত, সেখানেই তার রাতের বাস্থান। তবে স্টেশনেই থাকেন বেশির ভাগ সময়।
রানা বাড়ি মুরাদপুর। শুধু নামটাই মনে আছে তার। কোথায় বাবা কোথায় মা জানেন না তিনি। বয়স ৩২ বছরের এই যুবকের বাস্থানও স্টেশনেই।
মুসলেম উদ্দীনের বয়স ৫০ । কিন্তু তার এক যুবতী স্ত্রী আছেন। যার বয়স বেশি হলে ৩০ হবে। তাদের দীর্ঘদিন ধরেই চিনেন এমন একজনকে জিজ্ঞাসা করলে জানাযায় তারা দুজনেই ভিক্ষা করে। গত কয়েকদিন আগে তারা বিয়ে করেন। বয়সের এই তারতম্মের কথা জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলেন, বৃদ্ধ দেখে বেশি টাকা দেয় মানুষ, যার কারণে কম বয়সী ভিক্ষুকরা বেশি বয়সী ভিক্ষুকদের বিয়ে করেন। আর বৃদ্ধ বলে চলা ফেরায় সমস্যা হয় বলে তারা বিয়ে করেন কম বয়সীদের যেন তাদের সাহায্য করতে পারে।
মুসলেম, রানা, শাহাবুদ্দিন, তপুরের মত প্রায় দেড় হাজার গৃহহীন মানুষের বসবাস ১২৫ বছরের পুরোনো এই রেলওয়ে স্টেশন ও তার আশে পাশের এলাকায়। এই দেড় হাজারের মধ্যে পুরুষ প্রায় আটশত আর নারী প্রায় তিনশত, তৃতীয় লিঙ্গের মানুষ প্রায় সত্তর জনের কাছাকাছি, আর শিশু রয়েছে প্রায় দুইশত পঞ্চাশ জনের মত। যাদের নেই কোন শিক্ষা ব্যবস্থা। কথা বলার বয়স হলেই তাদের ভিক্ষুক হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেলে তারাই তাদের ব্যবস্থা গ্রহণ করে। এভাবে তারা বড় হয়। অশিক্ষিত এই শিশুদের কেউ কেউ চুরি চিনতাইয়ের সাথেও জড়িত হয়ে যায়। আবার কেউ খেটে খায়।
তবে মাঝে মাঝে বিভিন্ন মানবিক ও পথ শিশুদের সংগঠন তাদের স্টেশনেই পড়ায়। অস্থায়ী এই শিক্ষা ব্যবস্থাই তাদের একমাত্র শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্থানীয় ভাবে তাদের সবাইকেই কাঙ্গালী বলে ডাকা হয়। স্টেশনের আনাছে কাছে খালি জায়গা গুলো তাদের রাতের ঘুমানোর স্থান। বর্ষায় বৃষ্টিতে ভিজে আর শীতে কাপতে থাকাই তাদের বারোমাসের রুটিন। কর্মহীন এই মানুষ গুলো খাদ্যের যোগান দিতে কখনও ভিক্ষা করেন আবার কখনও হকার। কেউ কেউ আবার রিক্সা, ভ্যান অটোরিকশা চালিয়ে কোন মতে পেটের ভাত জোটান। আবার মাঝে ব্যক্তি বা সংগঠন থেকে প্রাপ্ত খাবারের কারনে চলে তাদের পেট। এই রকম এক সংগঠনের নাম মানবাধিকার সাহায্য সংস্থা(মাসাস)। যারা প্রতিদিন মাত্র ৬০-৭০ জনের খাবার বিতরণ করেন মাত্র ২ টাকার বিনিময়ে। এখানকার নারীরা দিনের বেলায় ভিক্ষাবৃত্তি করেন বা প্লেট বাসায় কাজ করেন। আবার কেউ হোটেল বা রেস্টুরেন্টে থালাবাসন মাজার কাজ করেন।
কাঙ্গালিদের মধ্যে একজন জানান এই দু হাজার মানুষের বেশিরভাগই মুসলমান, হিন্দুও আছে তবে পরিমানে খুবই কম। এই কাঙ্গালিদের স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু ছেলে মেয়েদের স্বপ্ন রেল স্টেশনেই দমে যায়।
স্টেশনের পাশের দোকানদার হারুনর রশীদ জানান, এরা দীর্ঘদিন এখানে থাকলেও তারা ময়মনসিংহ, রংপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে এই স্টেশনে থাকে৷ বাস্তুচ্যুত এই মানুষদের নেই স্থায়ী কোন বাসস্থান না আছে এদের অপসারণের কোন সরকারী উদ্দ্যেগ। এরা যেমন দখল করে রেখেছেন স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গা তেমনি প্রতিনিয়তই যাত্রী, স্টেশন কর্মকর্তা, কর্মচারীদের সাথে কোন না কোন কারনে ঝামেলা বাধিয়েই দেন। আবার নোংরা করে রাখেন স্টেশনের আশপাশের জায়গা।
বাস্তুচ্যুত এই মানুষের ব্যাপারে স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, রেলস্টেশনে থাকা কালীন অদের কারণে অনেক সমস্যা পেইস করি আমরা। মাঝে মাঝে আমাদের কর্মকর্তা, কর্মচারীদের সাথে তারা ঝামেলা করে বসে, এরা স্বাস্থ বিধি মানতেই চায়না আর স্টেশনের পুরো অংশ ময়লা করে রাখে। যাত্রীদেরও অনেক সমস্যা করে। কিন্তু কি করার এদেরতো থাকার জায়গা নেই। এই ব্যাপারের সরকারের স্থায়ী একটা উদ্দ্যেগ দরকার।
মানবিক সংগঠন পথ শিশু কল্যাণ পাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল জানান, আমরা ৬০ জনের মত শিশুকে পড়াই। এর বাইরে আরও প্রায় একশত পঞ্চাশ জন আছে। এই শিশু গুলোর মধ্যেই অনেকে মাদকের সাথে ইতোমধ্যে সম্পৃক্ত হয়ে গেছে৷ এখানকার শিশু গুলো বড় হলেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাই তাদের স্থায়ী বাসস্থান ও তাদের কর্মসংস্থান গড়ে তুলতে হবে। সরকার এই ব্যাপারে উদ্দ্যোগী না হলে বড় হুমকির মুখে পড়বে কুমিল্লা নগরী।
মানবাধিকার সাহায্য সংস্থা (মাসাস) সভাপতি মোঃ মোসলেম বলেন, আমরা প্রতিদিন ৭০-৮০ জনের খাবার বিতরণ করি। যেগুলো দেওয়ার পরেও অনেক মানুষ বাকী থাকে। আমরাতো সবার চাহিদা পূরণ করতে পারিনা৷ আমরা চাই সবাই এগিয়ে আসুক। আর সরকার এই ব্যাপারে একটা স্থায়ী ব্যবস্থা গ্রহন করুক।