1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনুষ্ঠানিক যাত্রায় 'বন্ধু চিরদিন' - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আনুষ্ঠানিক যাত্রায় ‘বন্ধু চিরদিন’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৪৮ বার

নিজস্ব প্রতিবেদক : বিপদে পাশে থাকার নামই বন্ধুত্ব। এটা গল্পে, ছবিতে কিংবা বইয়ের পাতায় দেখা দিলেও বাস্তবতায় কিন্তু ভিন্নতা দেখা যায়। হরেকরকম বিচিত্র এই বন্ধুত্বের বেড়াজালে আসল বন্ধুটি খুঁজে পাওয়া যেমন দায়। তেমনি কারো প্রতি বিশ্বাস, ভরসা রাখাও কষ্টসাধ্য। তবুও এক বন্ধুর বিপদে, আরেক বন্ধুর আমৃত্যু পাশে থাকার নজিরও অহরহ। ‘আমরা সবসময় সবার পাশে’- এমন স্লোগানে আনুষ্ঠানিক যাত্রা করলো বন্ধু চিরদিন। সাংবাদিক, শিল্পী, আইনজীবীসহ বিভিন্ন পেশার বন্ধুদের সমন্ময়ে গঠিত বন্ধু চিরদিন।

শনিবার (৩১ অক্টোবর) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আনুষ্ঠানিক যাত্রা করলো গ্রুপটি। এ সময় এডমিন প্যানেল, মডেরেটর ছাড়াও গ্রুপের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের উদ্দেশ্য ও মূল লক্ষ্য জানতে চাইলে চিফ এডমিন ও বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাফরুল আলম বলেন, “গ্রুপে হাজারো বন্ধু সমাগমের জন্য বন্ধু চিরদিন সৃষ্টি হয়নি। এক বন্ধুর বিপদে অন্য বন্ধু পাশে থাকবে। এই মানসিকতা যাদের থাকবে। তারাই বন্ধু চিরদিনে থাকার যোগ্যতা রাখবে। নইলে গ্রুপে থাকার যোগ্যতা হারাবে।”

এডমিন রুমি হোসেন বলেন, “বন্ধু চিরদিন হবে একটা আস্থার জায়গা। যতোদিন বেঁচে থাকবো বন্ধুত্ব ধরে রাখবো।” এডমিন জয় সুমন বলেন, “আমরা সবাই মিলেমিশে থাকবো। কারো কান কথায় নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবো না।”

গ্রুপের সদস্য ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাছিমা সোমা বলেন, “আমাদের মধ্যে শতভাগ স্বচ্ছতা থাকতে হবে। একজন অন্যজনকে সম্মান দিতে হবে। কোন ভুল ভ্রান্তি হলে এডমিন প্যানেলকে অবগত করতে হবে। তবে কোনক্রমেই সমালোচনা করা যাবে না।”

বন্ধুদের নিয়ে চমৎকার একটা গ্রুপ তৈরি হয়েছে। যা আগে কখনোই চোখে পড়েনি। আশা করি আমাদের এ বন্ধন আজীবন অটুট থাকবে বলে জানান এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক ও গ্রুপের সদস্য জয় ই বুলবুল। এ বক্তব্যের সাথে একমত পোষণ করে ইউসুফ আলী বাচ্চু বলেন, “আমরা কখনোই নিজেদের মধ্যে তর্কে জড়াবো না। যে কোন বিপদেআপদে একজন অন্যজনের পাশে থাকবো।”

এ সময় গ্রুপের প্রায় ২৫ জন সদস্য হাতে হাত রেখে বন্ধুত্ব অটুট রাখার শপথ করেন। যে কোন প্রয়োজনে এক বন্ধুর পাশে আরেক বন্ধু থাকবেন বলেও প্রতিজ্ঞাবদ্ধ হন।

অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্বের মাধ্যমে নিজেদের অভিমত প্রকাশ করেন গ্রুপের সদস্যরা। এরপর এডমিন প্যানেলকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপস্থিত সদস্যরা। এডমিন প্যানেলের মধ্যে চীফ এডমিন জাফরুল আলম, এডমিন রুমি হোসেন ও জয় সুমন, মডেরেটর সুমনা খানম ও রাজিব। এছাড়া অন্যান্য সদস্যের মধ্যে ফয়সাল, রিপন, সিমু, আলাউদ্দিন, গোলাপ, সুমন, সোহেলি, মিনা, মুন্নি, বিপ্লব, তৌহিদ, নুপুর, তানজিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিপদে এক বন্ধু আরেক বন্ধুর পাশে দাঁড়াবে। এমন দৃঢ় মনোভাব ও প্রতিজ্ঞাবদ্ধেই চালু হয়েছে বন্ধু চিরদিন। এছাড়া বন্ধুত্ব অটুটের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডকে সামনে রেখে তৈরি হয়েছে বন্ধু চিরদিন। গ্রুপ প্রতিষ্ঠার শুরুতেই অনাথ ও অসহায়দের আর্থিক সহায়তা করেন গ্রুপটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net