কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
ইট নির্মাণ সেক্টরের প্রবিণ ব্যবসায়ী মোহাম্মদ রাশেদুল ইসলাম এবার পরিবেশবান্ধব অটো বিক্স ফিল্ড চালু করলেন।
হাটহাজারী উপজেলার পশ্চিম মির্জাপুরে অবস্থিত SAB অটো ব্রিক্স ফিল্ডে উন্নত মানের ইট উৎপাদনের লক্ষে ইট পোড়ানো কাজ শুরু হলো খতমে কোরআন ও দোয়ার মাধ্যমে।
ফ্যাক্টরি প্রাঙ্গনে কুরআন খতম এবং দোয়ার মাধ্যমে এর যাত্রা শুরু করেন- হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও পরিচালনা সদস্য আল্লামা শেখ আহম্মদ।
এতে চারিয়া মাদরাসার শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস মাওলানা আবু নাছের সহ অন্যান্য ওলামায়েকেরাম।
জানা যায়, স্বাধীন বাংলার প্রথম মুহাদ্দিছ, অলিকূল শিরোমনি আল্লামা সাঈদ আহমদ রহ. নামে (SAB) অটোবিক্সের নামকরণ করেছেন এর স্বত্তাধিকারী রাশেদ।-
তিনি বলেন- সময়/পরিবেশের সাথে তাল মিলিয়ে উন্নত গুণগতমানের ইট উৎপাদনের জন্যে অত্যাধুনিক এই ফ্যাক্টরি করোনাকালীন টানাপোড়েনের মাঝেও স্থাপন করেছি, ব্যবসায়িক সফলতার জন্য আমি সকলের দোয়া চাই’