কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের রামু উপজলায় সড়ক দুর্ঘটনায় গাড়ির হেলপার নিহত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদ নগর মামুন মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজারমুখী মালবাহী ক্যাভার্ড ভ্যান বর্নিত এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়।
এসময় ঘটনাস্থলেই গাড়ির হেলপার নিহত হন।
নিহত হেলপার রামু উপজেলার কলঘর সিকদার পাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে নুরুল আজিম বলে জানা গেছে।
তবে চালকের পরিচয় পাওয়া যায়নি।
রশিদ নগর ইউপি চেয়ারম্যান শাহ আলম সড়ক দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।