এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
লালমাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার নিয়ে কুমিল্লার সময় অনলাইন নিউজ পোর্টাল টিভি এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ) বিকাল ৪ টার সময় আলীশ্বর মুক্তিযুদ্ধা কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সময় অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক রেদওয়ানুর রহমান সমুন ও বাংলাদেশ প্রতিদিন লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম,এম সিংহ রতন।উদ্বোধক লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহাজান মজুমদার, সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্ল্যহসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ, সংক্ষিপ্ত আলোচনা সভা, ফিতা কাটা এবং দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।