চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রয় ও পরিবহন কাজে ব্যবহৃত ৫টি ডাম্পার গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব ডাম্পার গাড়ি নাম্বার বিহীন এমনটি দাবি করেছেন উপজেলা প্রশাসন সূত্র।
শনিবার (১৪নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড দিগরপানখালীতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ। তিনি জানান, অবৈধভাবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।