1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে অপু জলদাসের হত্যার বিচার চেয়ে তাঁর পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

চট্টগ্রামে অপু জলদাসের হত্যার বিচার চেয়ে তাঁর পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৮৩ বার

সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত অপু দাসের হত্যার বিচার চেয়ে তার পরিবার ২৪ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। অপু দাশের এর স্ত্রী মাধুবী দাশ সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্বামীর ব্যবসায়ী পাটর্নার বিধাবা সীমা দাশ ও রুবেল দাশের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাকে শ্বাসরুদ্ধ করে সীমার নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং আত্মহত্যা বলে চালিয়ে দেয়।এ ঘটনা ঘটে চলিত বছরে ৯ফেব্রুয়ারী। ঐ দিন সীতাকুন্ড পুলিশ সীমার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অপু জলদাশকে উদ্ধার করে। থানা একটি অপমৃত্যু মামলা করে দায় সেরেছে। সীতাকুণ্ড থানা পুলিশ মামলা গ্রহণ না করলে অপু জলদাসের পরিবার মাধুবী দাশ বাদী হয়ে ২০ ফেব্রুয়ারিতে ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেড আদালতে সিআর মামলা দায়ের করে যার মামলানং ৭৫/২০২০,মামলাটি সীতাকুণ্ড থানা তদন্ত করছে।মাধুবী দাশের অভিযোগ সীতাকুণ্ড থানা পুলিশ অপু হত্যার তদন্ত না করে তার পরিবারে সদস্যদের হয়রানিতে ব্যস্ত।সীমা ও রুবেল দাশের করা দুটো মিথ্যা মামলা হয়রানীতে ব্যস্থ।উল্লেখ্য যে সীমা দাশের স্বামী রতন দাশের সাথে অপুদাশের সাথে মাছ ধরার যৌথ ব্যবসা ছিল, বজ্রপাতে রতন দাশ মারা গেলে তার স্ত্রীর সীমা জল দাশের সাথে যৌথ ব্যবসা শুরু করে। মাছ ধরার জাল,বোটের সরঞ্জাম সীমার ঘরে থাকতো,দুজনের ব্যবসায়িক টাকা সীমার হাতে গচ্ছিত থাকতো।ঘটনার দিন সন্ধ্যা সাতটায় মাছধরা বোটের জন্য সীমার ঘরে যায় এর ঘন্টার পর সীমা জলদাশ মোবাইলে জানায়, অপু জলদাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এটা আত্মাহত্যা নয়,হত্যাকান্ড। স্বামী হত্যার দ্রুত বিচার চেয়েছে মাধুবী দাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায় মোহন,জীবন দাশ,আকাশ দাশ,কমলা দাশ,জগদীশ হরি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net