আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বন্ধকী জমির ধান কাটতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মারপিটে মহিলা সহ ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আকবর হোসেন নিজ অংশীদার ফুল মিয়ার মালিকাধীন এক বিঘা জমি ৭০ হাজার টাকা চুক্তিতে এক বছর আগে বন্ধক নেয়। গত মঙ্গলবার ফুল মিয়া তার বন্ধক রাখা জমিতে জয়নাল আবেদীনের রোপন করা আউস ধান জোর পূর্বক কাটতে গেলে জয়নাল বাঁধা দেয়। এ নিয়ে তাদেও মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে পরেদিন বুধবার ফুল মিয়া কিছু লোকজনকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে জয়নালের বসত বাড়িতে হামলা করে। এতে তাদের হামলায় মহিলাসহ ৫ জনকে গুরুতর আহত হয়। এসময় লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে জয়নাল আবেদীন বাদী হয়ে ১২ নভেম্বর ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।